প্রতীকী চিত্র।
২০২৬ সালের জানুয়ারি পর্বের জন্য আইএনআই সেট (ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট)-এর আয়োজন করে এমস। গত নভেম্বরে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হয় ফলাফল। শনিবার শুরু হল কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
গত ৯ নভেম্বর আইএনআই সেট-এর আয়োজন করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। ফল ঘোষণা করা হয় ১৫ নভেম্বর। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩২,৩৭৪ জন। তাঁরাই এ বার ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।
পরীক্ষায় উত্তীর্ণেরা তাঁদের পছন্দের প্রতিষ্ঠান এবং বিষয় বেছে নিতে পারবেন ৬ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর। সমস্ত নথি নিয়ে পড়ুয়াদের প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে ১৯ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে। এর পর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং। যা আগামী বছরের ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
উত্তীর্ণেরা এমডি, এমএস, এমসিএইচ, ডিএম, এমডিএস-এর মতো একাধিক স্নাতকোত্তর স্তরের কোর্স করার সুযোগ পাবেন। শুধু এমস নয়, তাঁরা জিপমার পুদুচেরি, নিমহ্যান্স বেঙ্গালুরু, পিজিআইএমইআর চণ্ডীগড়, এসসিটিআইএমএসটি ত্রিবান্দ্রাম-এর মতো নামী মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সমস্ত কোর্স করতে পারবেন।