নিঃসঙ্গ রবি

সম্প্রতি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হল শিল্পীমন সংস্থা নিবেদিত ‘হে একা সখা’। লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনায় নিঃসঙ্গ রবীন্দ্রনাথের গানের ভুবন প্রতিফলিত হল দেবশঙ্কর হালদার ও সুকৃতি লহরীর পাঠ ও অরিন্দম বন্দ্যোপাধ্যায়, স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত উপস্থাপনার মাধ্যমে । মঞ্চসজ্জায় রবীন্দ্রনাথের আঁকা ছবির ব্যবহার অনুষ্ঠান পরিকল্পনার সার্থক সহায়ক হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথকে শৈশব থেকে ঘিরে রেখেছিল এক ধরনের নিঃসঙ্গতাবোধ।

Advertisement

সুলগ্না বসু

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০০:০৫
Share:

সম্প্রতি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হল শিল্পীমন সংস্থা নিবেদিত ‘হে একা সখা’। লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনায় নিঃসঙ্গ রবীন্দ্রনাথের গানের ভুবন প্রতিফলিত হল দেবশঙ্কর হালদার ও সুকৃতি লহরীর পাঠ ও অরিন্দম বন্দ্যোপাধ্যায়, স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত উপস্থাপনার মাধ্যমে । মঞ্চসজ্জায় রবীন্দ্রনাথের আঁকা ছবির ব্যবহার অনুষ্ঠান পরিকল্পনার সার্থক সহায়ক হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথকে শৈশব থেকে ঘিরে রেখেছিল এক ধরনের নিঃসঙ্গতাবোধ।

Advertisement

মায়ের মৃত্যু, নতুন বৌঠানের সঙ্গে তাঁর সম্পর্ক, নতুন বৌঠানের মৃত্যু এবং পরবর্তী কালে আরও অনেক মৃত্যু-অভিঘাত। ‘ডাকঘর’-এর অমলের অনুষঙ্গেও ধরা পড়ে সেই একাকিত্বের চেতনা। আবার সেই নিঃসঙ্গতার বোধ বৃহত্তর এক বিশ্বচেতনার মধ্যে লীন হয়ে ক্ষুদ্র ‘আমি’ থেকে বৃহৎ ‘আমি’তে ঘটিয়েছে তাঁর উত্তরণ। দেবশঙ্কর ও সুকৃতির সংবেদনশীল পাঠে রবীন্দ্র-জীবনবোধের সেই পরিচয় এক পরম উপলব্ধির সীমানায় পৌঁছে দেয় দর্শক-শ্রোতাকে। গানগুলির মধ্যে উল্লেখযোগ্য স্রবন্তীর কণ্ঠে ‘এ কী লাবণ্যে’, ‘পথ চলে’ প্রভৃতি। অরিন্দমের কণ্ঠে প্রাণময় হয়ে উঠেছে ‘অমল ধবল’, ‘যেতে যেতে’। তবে দেবশঙ্কর হালদারের কণ্ঠে ‘আমি পরানের সাথে’ কবিতাটির আবৃত্তি নিবেদনে চর্চিত স্বরক্ষেপণ ও সংযত উচ্চারণের সমন্বয় নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি।

Advertisement

সেই ভাওয়াইয়া গান

সম্প্রতি আইসিসিআর-এ শোনা গেল ভাওয়াইয়া, রাসকীর্তন, লালন, ঝুমুর প্রভৃতি গান। শিল্পী ছিলেন সোমা মুখোপাধ্যায়। ‘তুমরা গিয়েলি কি আসিবেন মোর মাহুত বন্ধু রে’ অপূর্ব গায়কিতে তিনি মাত করে দিলেন শ্রোতাদের। তবে ঝুমুর গান ‘ছাতা ধরো’ এবং লালনগীতি ‘দিল দরিয়ার মাঝে’ অন্য মাত্রা এনে দেয়। ইদানীং বিভিন্ন রসের বাংলা গানের এমন অনুষ্ঠান বেশ ব্যতিক্রমী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement