Mutual Fund

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইলে ফোকাসড ফান্ডের কথা বিবেচনা করতে পারেন

কী ভাবে কাজ করে এই ফান্ড? মাথায় রাখতে হবে এই ধরনের ফান্ডের সাফল্য নির্ভর করে পরিচালকের দক্ষতার উপর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১২:১৫
Share:
০১ ১০

অ্যাক্সিস ফোকাসড ২৫ ফান্ড গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৫ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৩.০৫ শতাংশ।

০২ ১০

আইআইএফএল ফোকাসড ইক্যুইটি ফান্ড গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৫ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৭.৮১ শতাংশ।

Advertisement
০৩ ১০

এসবিআই ফোকাসড ইক্যুইটি ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৪ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৬.৭৭ শতাংশ।

০৪ ১০

মোতিলাল ওসওয়াল ২৫ ফান্ড গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৪ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৪.৬৪ শতাংশ।

০৫ ১০

প্রিন্সিপাল ফোকাসড মাল্টিক্যাপ ফান্ড গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৪ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৯.৬১ শতাংশ।

০৬ ১০

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফোকাসড ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ১০.৪২ শতাংশ।

০৭ ১০

ডিএসপি ফোকাস ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৩ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৫.৭৭ শতাংশ।

০৮ ১০

আদিত্য বিড়লা সানলাইফ ফোকাসড ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৫.৫৯ শতাংশ।

০৯ ১০

নিপ্পন ইন্ডিয়া ফোকাসড ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ১৮.২৩ শতাংশ।

১০ ১০

আইডিবিআই ফোকাসড ৩০ ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩ এবং গত তিন বছরে বৃদ্ধির হার ৪.১২ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement