Ram Mandir Inauguration

উপচে পড়ছে দানবাক্স! প্রথম দিনেই কোটি কোটি টাকা ‘পেলেন’ রামলালা

দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ, উপলক্ষ গর্ভগৃহের বিগ্রহকে এক বার চোখের দেখা দেখে যাওয়া। তবে শুধু খালি হাতে দর্শন নয়, দানবাক্স উপচে পড়ছে ভক্তদের দানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১৬:০৮
Share:
০১ ১২

২২ জানুয়ারি উদ্বোধনের পর থেকেই আলোচনার শিরোনামে রয়েছে অযোধ্যার রামলালার মন্দির। দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ, উপলক্ষ গর্ভগৃহের বিগ্রহকে এক বার চোখের দেখা দেখে যাওয়া। তবে খালি হাতে দর্শন নয়, দানবাক্স উপচে পড়ছে ভক্তদের দানে।

০২ ১২

মোট ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল ‘অনলাইন ডোনেশনের’। অযোধ্যার রামের ভক্তেরা সেখানে দু’হাত ভরে দান করেছেন বলে জানাল রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অছি পর্ষদ।

Advertisement
০৩ ১২

সোমবারই উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা।

০৪ ১২

মন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, মঙ্গল এবং বুধ দু’দিনেই অন্তত ৫ লক্ষ (দিন প্রতি) ভক্তের সমাগম হয়েছে রামমন্দিরে। আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দানবাক্সে।

০৫ ১২

আপাতত শুধু মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে পেরেছেন তাঁরা। তাতেই জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা।

০৬ ১২

অনলাইন এবং মন্দিরের ১০টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব। প্রথম দিনেই এই পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় চমৎকৃত মন্দির কর্তৃপক্ষ।

০৭ ১২

অবশ্য কেন্দ্র আগেই জানিয়েছে, অযোধ্যার রামমন্দির তৈরি হয়েছে গোটা দেশ থেকে আসা দানের অর্থে। কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে মন্দির তৈরি করতে।

০৮ ১২

উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রেহর জন্যও এসেছে নানা দানসামগ্রী। ফলে প্রথম দিনে কোটি টাকার দান আসবে সেটাই স্বাভাবিক— এমনও বলছেন কেউ কেউ।

০৯ ১২

তবে দান যেমন জমা পড়েছে, তেমনই প্রথম দিনে মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছে। আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।

১০ ১২

ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশ প্রশাসন নেতা-মন্ত্রী এবং তারকাদের অনুরোধ করেছেন তাঁদের রামমন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে।

১১ ১২

ভক্তদেরও অনুরোধ করেছেন কিছু দিন ধৈর্য ধরে পরে রামমন্দির দর্শনে আসতে। আপাতত রামমন্দিরে প্রথম পর্বের উৎসাহী ভিড় কমার অপেক্ষা করছে প্রশাসন।

১২ ১২

দর্শন শেষ করে গর্ভগৃহ থেকে বার হতেই দু’পাশে দানপাত্র। উপচে পড়ছে সে পাত্র। পুজো দেওয়ার সুযোগ না থাকলেও দক্ষিণা দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রসাদও মিলছে বিনামূল্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement