Tripti Dimri on Animal

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, জুতোয় জিভ ছোঁয়ানোর কথা, সব নিয়ে মুখ খুললেন তৃপ্তি

‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর অভিনীত জ়োয়া চরিত্রটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে তিনি। তা সত্ত্বেও উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও অতিরিক্ত হিংসা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না অনেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৩
Share:
০১ ০৮

সম্প্রতি বিতর্ক ও বলিউড সিনেমা এক রকম সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কখনও নারী-পুরুষের সম্পর্কের সমীকরণ নিয়ে টানাপোড়েন আবার কখনও বিতর্কিত বিষয় নিয়ে ছবি বানানো। আর এই সব উপকরণই রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে।

০২ ০৮

এক দিকে যেমন ছবিটির জন্য অভিনেত্রী তৃপ্তি ডিমরির জনপ্রিয়তা এক লাফে বেড়ে গিয়েছে অনেক দূর, তেমনই জলঘোলাও কম হচ্ছে না এই নিয়ে। তাঁর অভিনীত জ়োয়া চরিত্রের জন্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে তিনি। তা সত্ত্বেও উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও অতিরিক্ত হিংসা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না দর্শকের বড় একটা অংশ।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্র্যাম

Advertisement
০৩ ০৮

এই ছবির পর লাফ দিয়ে জনপ্রিয়তা বেড়েছে তাঁর। সমাজমাধ্যমে ৬ লক্ষ অনুরাগী থেকে তা গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষে। কিন্তু এই ছবি যেমন তৃপ্তিকে তাঁর কাঙ্ক্ষিত পরিচিতি দিয়েছে, তেমনই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।

০৪ ০৮

কারণ, রণবীরের সঙ্গে নগ্নতার দৃশ্যে অভিনয় কিংবা অভিনেতার জুতোয় জিভ ছোঁয়ানো বিষয়ে সংলাপ। অবশেষে মুখ খুললেন তৃপ্তি নিজেই।

০৫ ০৮

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে ঘিরে বাড়তে থাকা একাধিক বিতর্ক প্রসঙ্গে তৃপ্তি বলেন, ‘‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ আমাকে বাধ্য করেনি। আমার এই পেশায় আসার কারণ, এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, তা আমার ক্ষতে মলম লাগায়।’’

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্র্যাম

০৬ ০৮

‘অ্যানিম্যাল’ ছবিতে এমন এক চরিত্রে অভিনয় প্রসঙ্গে তৃপ্তি জানান, যখন অভিনয় শিখেছিলেন তখন তাঁর শিক্ষাগুরু কোনও চরিত্রকে বিচার না করার উপদেশ দিয়েছিলেন। সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলছেন তিনি।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্র্যাম

০৭ ০৮

চরিত্রের ভাল-মন্দ প্রসঙ্গে ব‍্যাখ‍্যা করে তৃপ্তি বলেন, ‘‘তোমার চরিত্র কিংবা তোমার সহ-অভিনেতার চরিত্র, সবটাই মানুষের বিভিন্ন দিক। যে কোনও মানুষের মধ‍্যেই ভাল এবং মন্দ, দুই দিক থাকে। অভিনেতার সব সময় উচিত, ভাল-খারাপ সব ধরনের চরিত্রের জন‍্য নিজেকে প্রস্তুত রাখা।’’

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্র্যাম

০৮ ০৮

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের বিতর্কিত সংলাপ ‘‘আমার জুতোয় জিভ ছোঁয়াও’’ প্রসঙ্গে তৃপ্তি বলেন, “এমন এক জন মানুষ যে নিজের স্ত্রী, বাবা, সন্তানকে খুন করতে চায়, আমাকে যদি কেউ এমন মানুষের কথা বলে, আমি তেমন লোককে দেখলে মেরেই দেব। কিন্তু এই চরিত্রটিও বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গিয়েছে, সে কথাও মনে রাখতে হবে।’’

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্র্যাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement