Pressure Cooker Mutton Rezala

কলকাতার রেস্তরাঁর মতো মটন রেজ়ালা খেতে চান? বাড়িতে প্রেশার কুকারেই তা বানাতে পারবেন

মটন রেজ়ালার এই রেসিপি বাড়িতে বানানো যাবে অল্প সময়ে এবং অল্প খাটুনিতে। কারণ, অনেকটা কাজ করে দেবে প্রেশার কুকার। কী ভাবে বানাবেন? জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১১:৪৬
Share:

এমন মটন রেজ়ালা তৈরি হবে বাড়ির প্রেসার কুকারেই! ছবি : সংগৃহীত।

কলকাতার কিছু রেস্তরাঁর মটন রেজ়ালার নাম শুনলেও জিভে জল আসে। মধ্য কলকাতার কয়েকটি পুরনো রেস্তরাঁ তো বটেই, এ ছাড়াও কিছু নতুন রেস্তরাঁও ওই বিশেষ মটন রেজ়ালার রেসিপিটি নিখুঁত ভাবে বানাতে শিখেছে। মুশকিল হল, খাওয়ার ইচ্ছে হলেই তো আর রেস্তরাঁয় ছোটা যায় না। আর রেস্তরাঁর রেসিপি বাড়িতে বানানো মানে ঝঞ্ঝাটের একশেষ। কিন্তু এই রেসিপিটি তেমন নয়।

Advertisement

মটন রেজ়ালার এই রেসিপি বাড়িতে বানানো যাবে অল্প সময়ে এবং অল্প খাটুনিতে। কারণ, অনেকটা কাজ করে দেবে প্রেশার কুকার। কী ভাবে বানাবেন? জেনে নিন।

উপকরণ: ৬০০ গ্রাম খাসির মাংস

Advertisement

৩টি মাঝারি পেঁয়াজ

৩-৪ গাঁট মাপের আদা টুকরো করে কেটে নেওয়া

১০-১৫ কোয়া রসুন (রসুন এবং আদার পরিমাণ সমান হতে হবে)

৫টি কাঁচালঙ্কা

১০টি কাজুবাদাম

২ টেবিল চামচ ঘি

প্রয়োজনমতো তেল

১ চা চামচ গোলমরিচের দানা (১৫টি মতো)

৫টি লবঙ্গ

৩টি ছোট এলাচ

১টি বড় এলাচ

অর্ধেক জয়িত্রীর টুকরো

৩ গাঁট মাপের দারচিনির টুকরো

৪টি শুকনোলঙ্কা

১০০ গ্রাম দই ভাল ভাবে ফেটিয়ে নেওয়া

পরিমাণ মতো নুন

সামান্য চিনি

৩৫০ মিলি লিটার জল

আধ টেবিল চামচ কেওড়ার জল

প্রণালী: মাংসের টুকরোয় ১ চা চামচ নুন মাখিয়ে রেখে দিন।

এ বার পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন, যত ক্ষণ না সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে।

ব্লেন্ডারে সেদ্ধ করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে ভাল ভাবে বেটে নিন।

এ বার প্রেশার কুকার আঁচে বসান। তাতে ঘি এবং সাদা তেল দিয়ে গোটা গরমমশলা, গোলমরিচ এবং জয়িত্রী দিন ফোড়ন হিসাবে। অল্প নাড়াচাড়া করে ওর মধ্যেই দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ-আদা-রসুন-লঙ্কা ও কাজুর মিশ্রণ। ভাল ভাবে নেড়েচেড়ে মাঝারি আঁচে কিছু ক্ষণ রান্না হতে দিন।

তেল ছেড়ে এলে ওর মধ্যে নুন মাখানো মাংসের টুকরোগুলো দিয়ে আঁচ বাড়িয়ে ভাল ভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিন। এর পরে দিন দই, ১ চা চামচ নুন। মাংসের সঙ্গে ভাল ভাবে মিশিয়ে আবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন।

তেল ছাড়লে তাতে ৩৫০ মিলিলিটার মতো জল মিশিয়ে নুন পরখ করে নিন। তার পরে চিনি, শুকনোলঙ্কা এবং কেওড়ার জল দিয়ে কুকারে মাঝারি আঁচে ৬টি সিটি দিয়ে নিলেই তৈরি কলকাতার রেস্তরাঁর মতো মটন রেজ়ালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement