Oats Poha for Weight Loss

চিঁড়ের পোলাওয়ের আরও স্বাস্থ্যকর সংস্করণ! ওজন কমানোর ডায়েটে জুড়ে নিন সুস্বাদু ওটস পোলাও

ওজন ঝরানোর ডায়েটে স্বাদ আনতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। ওটস দিয়ে তৈরি এই রেসিপিতে থাকবে চিনাবাদামও। যা স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জুগিয়ে সুস্থ রাখবে শরীরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৪
Share:

ছবি : হোম সোল বেসড প্ল্যান্ট কিচেন।

ওজন কমানোর ডায়েট তো শুরু করেছেন। ভাত বাদ, রুটি বাদ, চিঁড়ে বাদ, আলু বাদ। শুধুই প্রোটিন খেয়ে দিন কাটছে। ডিমের সাদা অংশ, চিকেন স্টু, দই, শাসা আর ওটস— ইত্যাদি এখন আপনার নিত্যসঙ্গী। কিন্তু জিভ যদি তার প্রিয় স্বাদ না পায়, তবে ডায়েট কি টিকবে?

Advertisement

ওজন ঝরানোর ডায়েটে স্বাদ আনতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। ওটস দিয়ে তৈরি এই রেসিপিতে থাকবে চিনাবাদামও। যা স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জুগিয়ে সুস্থ রাখবে শরীরকে। ওটস ওজন ঝরাতেও সাহায্য করবে। শিখে নিন স্বাস্থ্যকর এই রেসিপিটি বানাবেন কী ভাবে?

উপকরণ:

Advertisement

৩ কাপ রোলড ওটস

১/২ চা চামচ হলুদ

১/৪ কাপ চিনেবাদাম

১ চা চামচ সর্ষের দানা

১ চিমটে হিং

১টি মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নেওয়া

১০টি কারিপাতা

১টি শুকনো লঙ্কা

২টি কাঁচা লঙ্কা

১/২ ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

১/৪ কাপ কড়াইশুটি (বাদ দিতে পারেন)

১টি গাজর কুচিয়ে নেওয়া

১ টি মাঝারি মাপের আলু কুচিয়ে নেওয়া

২ টেবিল চামচ লেবুর রস

স্বাদ মতো নুন

১ চা চামচ গুড় (বাদ দিতে পারেন )

প্রয়োজন অনুযায়ী ঘি এবং তেল

প্রণালী:

গরম জলে ওটস ভিজিয়ে রাখুন চার মিনিট। অতিরিক্ত জল ছেঁকে ফেলে দিন।

এ বার প্যানে তেল গরম করে প্রথমে বাদাম ভেজে তুলুন। তার পরে ওই তেলেই দিন, এক টেবিল চামচ ঘি, কারিপাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন।

সুগন্ধ বেরোলে দিন হিং। এর পরে সামান্য নাড়াচাড়া করে একে একে দিন কুচনো পেঁয়াজ, লঙ্কা, আলু, গাজর, ক্যাপসিকাম এবং কড়াইশুঁটি।

সামান্য নুন ছড়িয়ে সব্জি গুলি নাড়াচাড়া করুন, চাপা দিয়ে রান্না হতে দিন। আলু আর গাজর নরম হয়ে সেদ্ধ হয়ে এলে কড়াইয়ে দিয়ে দিন ভিজিয়ে রাখা ওটস। হলুদ এবং গুড়।

ভাল ভাবে নাড়াচাড়া করে সামান্য জলের ছিটে দিয়ে ঢাকা দিন। মিনিট তিনেক রান্না হতে দিয়ে আঁচ বন্ধ করুন। উপরে চিনেবাদাম, লেবুর রস, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement