Saraswati Puja 2023

সরস্বতী পুজোয় খিচুড়ির সঙ্গে শুধু লাবড়া নয়, রাঁধতে পারেন বাহারি আলুর দমও

লুচি হোক কিংবা খিচুড়ি, সঙ্গে আলুর দম। এই সরস্বতী পুজোয় তাই নতুন স্বাদের আলুর দম বানাতে পারেন। রইল প্রণালী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২০:৪৫
Share:

লুচি হোক কিংবা খিচুড়ি, সঙ্গে আলুর দম হলে ভোজ জমজমাট। ছবি: ইট রিড অ্যান্ড কুক।

সরস্বতী পুজো মানে যেমন হলুদ শাড়ি, তেমন খিচুড়িও। পুজোর দিন প্রায় প্রতিটি বাড়িতেই রান্না হয় খিচুড়ি। ঠাকুরের ভোগ কিংবা অতিথির পাতে খিচুড়ি থাকবেই। আবার অনেক বাড়িতে পুজোর ভোগে থাকে ফুলকো লুচিও। সরস্বতী পুজোয় কারও বাড়িতে আবার দুটোই হয়। তবে লুচি হোক কিংবা খিচুড়ি, সঙ্গে আলুর দম হলে ভোজ জমজমাট। এই সরস্বতী পুজোয় তাই বানাতে বানাতে পারেন নতুন স্বাদের বাহারি আলুর দম। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

Advertisement

টুকরো আলু: ৭-৮টা

টোম্যাটো বাটা: ১ কাপ

পেঁয়াজ বাটা: ১ কাপ

রসুন: ৪ কোয়া

আদার কুচি ১ চা চামচ

কাজু: ১০-১২টি

কাঠবাদাম: ৬-৭টি

লবঙ্গ: ৩টি

ছোট এলাচ: ২টি

দারচিনি: ১ টুকরো

টক দই: ২ টেবিল চামচ

ক্রিম: আধ কাপ

ধনেপাতা কুচি: পরিমাণ মতো

গোটা জিরে: ১ চা চামচ

গোটা ধনে: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ৪ চা চামচ

শুকনো লঙ্কা: ২-৩টি

মৌরি: ১ চা চামচ

নুন: পরিমাণ মতো

চিনি: আধ চা চামচ

তেল: প্রয়োজন মতো

সরস্বতী পুজোয় তাই বানাতে বানাতে পারেন নতুন স্বাদের বাহারি আলুর দম। ছবি: ইট রিড অ্যান্ড কুক।

উপকরণ:

প্রথমে খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, যেন একেবারে গলে না যায়।

এ বার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে আলুগুলি সোনালি করে হালকা ভেজে তুলে নিন।

তার পর গরম মশলা ফোড়ন দিয়ে ২-৩ সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নেড়ে আদা-রসুন বাটা দিন। বাদামি হয়ে এলে টোম্যাটো বাটা দিন। নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা ও নুন দিন।

আগে থেকে শুকনো খোলায় ভাজা জিরে, ধনে ও মৌরির গুঁড়ো একে একে দিয়ে দিন। কাজু এবং কাঠবাদাম বাটাও দিয়ে দিন। ক্রিম দিন। নাড়তে থাকুন।

ঝোল শুকিয়ে আসছে মনে হলে সামান্য জল দিন। আঁচ একদম কমিয়ে রাখুন, যত ক্ষণ না ঝোল ফুটে উঠছে। ঝোল ফুটে উঠলে এ বার আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন