nokia

এক স্মার্ট ফোনে ৬ ক্যামেরা! আনছে নোকিয়া

এইডিআর-১০ সাপোর্ট-সহ এই ফোনের ডিসপ্লে প্যানেল হওয়ার কথা প্রায় ৬ ইঞ্চির। অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ ডিসপ্লে ১৮: ৯। চলতি ফোনের চেয়ে আরও অনকেটা বড় ডিসপ্লে

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১২:৫০
Share:
০১ ১০

ভারতের বাজারে আসছে স্মার্টফোন জগতের নতুন সংযোজন নোকিয়া ৯ পিউরভিউ। এই ফোনে এমন কিছু বৈশিষ্ট্য থাকছে যা জানলে ফোন কেনার জন্য সবার আগেই হয়তো লাইন দেবেন আপনিই।

০২ ১০

দুরন্ত ফিচার নিয়ে অন্য স্মার্টফোন সংস্থাগুলিকে টক্কর দিতে আসছে নোকিয়ার নতুন ফোন। ভারতের বাজারে পাওয়া যাবে অগস্ট মাস থেকে। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেব্রুয়ারিতেই এই ফোন লঞ্চ হওয়ার কথা।

Advertisement
০৩ ১০

৫জি এই নোকিয়া ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফলে সেট হ্যাং করার সম্ভাবনা আর থাকবে না। সেট চলবে অনেক দ্রুত।

০৪ ১০

‘ট্রু এজ টু এজ কিউএইচডি’ ডিসপ্লে থাকছে এই ফোনে। ফলে ঝকঝকে দেখাবে ফোনের ডিসপ্লে।

০৫ ১০

এই ফোনের পিছনে রয়েছে পাঁচ-পাঁচটি ক্যামেরা। যাকে বলা হচ্ছে পেন্টা লেন্স ক্যামেরা সেট আপ। অর্থাৎ ছবি উঠবে ফাটাফাটি। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ৯ ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা ছিল চারটি। সে ক্ষেত্রে নোকিয়া হারাতে চলেছে স্যামসাংকে।

০৬ ১০

ফোনের সামনেও থাকছে একটি ক্যামেরা। ছবিও হবে অত্যন্ত স্পষ্ট। পাঁচ ক্যামেরার ফলে ওয়াইড লেন্সে অনেক কিছুই ধরানো যাবে ক্যামেরার এক ফ্রেমে।

০৭ ১০

এইডিআর-১০ সাপোর্ট-সহ এই ফোনের ডিসপ্লে প্যানেল হওয়ার কথা প্রায় ৬ ইঞ্চির। অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ ডিসপ্লে ১৮:৯। বাজার চলতি ফোনের চেয়ে আরও অনেকটা বড় ডিসপ্লে।

০৮ ১০

৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে এতে। অন বোর্ড স্টোরেজ ২৫৬ জিবি, ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি।

০৯ ১০

এই ফোনের চার্জিং সিস্টেম ওয়্যারলেস। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দৃশ্যমান নয়।

১০ ১০

ফোনের দাম ইউরোপের বাজারে শুরু হওয়ার কথা ৭৪৯ ইউরো থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬০ হাজার টাকা। অন্য একটি মডেলের দাম ৭৯৯ ইউরো (৬৪ হাজার টাকা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement