Moto g5s

১৫ মিনিটেই ফুলচার্জ! বাজারে এল মোটো জি৫এস ও জি৫এস প্লাস

বুধবারের একে বারে শেষ লগ্নে অর্থাত্ ঘড়ির কাঁটা রাত ১১ টা ৫৯ মিনিট ছুঁতেই ওই স্মার্টফোনের বিক্রি শুরু হয়ে গেল। জেনে নিন মোটোরোলার এই দুই স্মার্টফোনের কিছু ফিচার।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৩:০৫
Share:
০১ ০৮

জি৫এস এবং জি৫এস প্লাস স্মার্টফোন আপাতত পাওয়া যাবে একমাত্র অ্যামাজন ওয়েবসাইটে।

০২ ০৮

ইন্ডিয়ান এক্সপ্রেস ওয়েবসাইট সূত্রের খবর, জি৫এস এবং জি৫এস প্লাসের দাম যথাক্রমে ১৩ হাজার ৯৯৯ টাকা এবং ১৫ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে।

Advertisement
০৩ ০৮

এক হাজার টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা রয়েছে। পুরনো মোটোরোলা স্মার্টফোনের বিনিময়ে পাওয়া যাবে এই অফার।

০৪ ০৮

এই দুই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট। দু’টি মডেলেরই ব্যাটারি ক্ষমতা ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার প্রতি ঘণ্টা (এমএএইচ)।

০৫ ০৮

মোটো জি৫এস-র তুলনায় প্লাসের ডিসপ্লে সামান্য বড়। জি৫এস-র ডিসপ্লে ৫.২ ইঞ্চি এবং প্লাসের ৫.৫ ইঞ্চি।

০৬ ০৮

মোটো জি৫এস প্লাসে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৪জি র‌্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ রাখার ক্ষমতা।

০৭ ০৮

মোটো জি৫এস-র ১.৪ গিগা হার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর থাকছে। ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ রাখার ক্ষমতা আছে। এ ছাড়া অন্যতম ফিচার থাকছে রিয়ার ক্যামেরা ১৬ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল।

০৮ ০৮

জি৫এস প্লাসের ব্যাটারিতে থাকছে টার্বোপাওয়ার ফিচার। সংস্থার দাবি, ছয় ঘণ্টার ব্যাটারি লাইফ পেতে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement