ক্যাসিনির চোখে শনির চাঁদ

ফের শনির চাঁদ এনসেলাডুস-এর বেশ কয়েকটি ছবি পাঠাল ক্যাসিনি। ওই চাঁদের পরিবেশ কী বাসযোগ্য সেটার খোঁজ করতেই ক্যাসিনিকে পাঠানো হয়। খুব কাছ থেকে তোলা এনসেলাডুস-এর বেশ কয়েকটি ছবি নাসার কাছে পৌঁছেছে। তারই এক ঝলক এই গ্যালারিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১৩:৫০
Share:

ক্যাসিনি থেকে তোলা বরফাবৃত শনির চাঁদ। ছবি: এএফপি।

ফের শনির চাঁদ এনসেলাডুস-এর বেশ কয়েকটি ছবি পাঠাল ক্যাসিনি। ওই চাঁদের পরিবেশ কী বাসযোগ্য সেটার খোঁজ করতেই ক্যাসিনিকে পাঠানো হয়। খুব কাছ থেকে তোলা এনসেলাডুস-এর বেশ কয়েকটি ছবি নাসার কাছে পৌঁছেছে। তারই এক ঝলক এই গ্যালারিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement