Moto G-7 Power

দাম কত? কী কী রয়েছে? মোটো জি-৭ পাওয়ার সম্পর্কে এই তথ্যগুলি জেনে নিন

কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে মিলবে মোটো জি-৭ পাওয়ার স্মার্টফোন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৫
Share:
০১ ১০

আনুষ্ঠানিক ভাবে দিন ক্ষণ ঘোষণা হয়নি। তবে কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে মিলবে মোটো জি-৭ পাওয়ার স্মার্টফোন। এতদিনে নতুন ফোনটির দাম সামনে এল।

০২ ১০

আমেরিকায় মোটো জি-৭ পাওয়ার ফোনটির দাম রাখা হয়েছে ২৪৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৭ হাজার ৬০০ টাকা। তার চেয়ে বেশি দাম দিয়েই ফোনটি কিনতে হবে ভারতীয়দের। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

Advertisement
০৩ ১০

মুম্বইয়ের এক রিটেলারের তরফে মোটো জি-৭ পাওয়ারের দাম প্রকাশ করা হয়েছে। তা থেকে জানা গিয়েছে, ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

০৪ ১০

তবে অনলাইনেও কেনা যাবে ফোনটি। সে ক্ষেত্রে দাম একটু কম পড়বে। ১৪ হাজার ৫০০ টাকাতেই হাতে এসে যাবে তা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

০৫ ১০

মোটোরোলা ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করা হয়নি। তবে ভারতের বাজারে শুধুমাত্র সেরামিক ব্ল্যাক রংয়ের ফোনই পাওয়া যাবে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

০৬ ১০

মোটো জি-৭, মোটো জি-৭ প্লাস এবং মোটো জি-৭ প্লে-র সঙ্গে গত সপ্তাহে মোটো জি-৭ পাওয়ার ফোনটি সামনে আনে মোটোরোলা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

০৭ ১০

অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম রয়েছে মোটো জি-৭ পাওয়ার ফোনটিতে। ৬.২ ইঞ্চি এইচডি এবং এলটিপিএস এলসিডি ডিসপ্লে। গোরিলা গ্লাস-৩ দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে ডিসপ্লে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

০৮ ১০

ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৩২ জিবি। তবে তা ৫১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

০৯ ১০

এফ/২.০ লেন্স যুক্ত ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ফোনের পিছনে। সেলফির জন্য এফ/২.০ লেন্স যুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

১০ ১০

মোটো জি-৭ পাওয়ার ফোনের ১৫ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। আর ব্যাটারির ক্ষমতা ৫ হাজার এমএএইচ। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement