বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি 4k স্মার্ট টিভি ভারতের বাজারে, দেখে নিন ফিচার

ভিইউ আনল ১০০ ইঞ্চি ৪কে টিভি

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০০
Share:
০১ ০৮

হাই ডেফিনেশন বা এইচডি টিভির দিকেই এখন মানুষ বেশি ঝোঁকে। ৪কে হল হাই ডেফিনেশনের চার গুণ পিক্সেল। এবার বিখ্যাত টিভি ব্র্যান্ড ভিইউ দেশের বাজারে আনল ১০০ ইঞ্চির ৪কে টিভি। কী কী ফিচার রয়েছে এতে দেখে নিন।

০২ ০৮

টেকনিক্যালি কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন অনুযায়ী এই টিভির হাইডেফিনিশন 'ইউএইচডি' নামে বেশি পরিচিত। ভিইউ টিভিতে তিনটি এইচডিএমআই ২.০ পোর্ট থাকছে।এছাড়াও থাকছে অপ্টিক্যাল আউটপোর্ট।জেবিএল সাউন্ডবার-সহ আটটা স্পিকার তো রয়েইছে এতে।

Advertisement
০৩ ০৮

ভিইউ-র এই টিভির স্ক্রিন সাইজ ২২৪টা আই ফোনের সমান। এতে থাকছে মাল্টিডিভাইস কানেক্টিভিটির সুবিধাও।খেলা যাবে থ্রিডি গ্রাফিকস গেমও।

০৪ ০৮

এতে থাকছে বিল্ট ইন ক্রোমকাস্ট, আ্যান্ড্রয়েড ওরিও অনবোর্ড, ভয়েজ কন্ট্রোলের সুবিধা। কোয়াডকোর সিপিইউ ও জিপিইউ-ও থাকছে এতে।

০৫ ০৮

বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি এটি, দাবি সংস্থার। সংস্থার সিইও ডেভিতা শরাফ জানান, তিন বছরে ৯৫ কোটির এই সংস্থা এখন এসে দাঁড়িয়েছে ৭৫০ কোটিতে। গ্রাহকরা ভরসা করছেন তাঁদের। সব ধরনের টিভি মিলিয়ে এখনও পর্যন্ত ১০ লক্ষ টিভি বিক্রি করেছে ভিইউ।

০৬ ০৮

এই টিভিটির ওজন প্রায় ১০৪ কিলোগ্রাম। তাই দেওয়ালে টাঙানো যাবে না এটি। ৭০০ এনআইটি ব্রাইটনেস রয়েছে এটির।

০৭ ০৮

এতে রয়েছে ২০০ ওয়াটের সারাউন্ড সাউন্ড। ২.৫ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এতে।

০৮ ০৮

২০ লক্ষ টাকা দামের এই টিভিতে ১ বছরের ওয়ার‌্যান্টি দিচ্ছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement