Tech News

ভারতের বাজারে দু’টি স্মার্ট ওয়াচ আনল শাওমি, দেখে নিন ফিচার

বিদেশে সাফল্যের পর, ভারতের বাজারে এক সঙ্গে দু’টি স্মার্টওয়াচ লঞ্চ করল 'হুয়ামি'। 'হুয়ামি' আসলে 'শাওমি'র আরেকটি ব্র্যান্ড। ২৪ জুলাই লঞ্চ করেছে 'অ্যামেজ ফিট বিপ' এবং 'অ্যামেজ ফিট স্ট্র্যাটোস' নামের স্মার্ট-ওয়াচ দু’টি। একনজরে দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচ দু’টির কিছু ফিচার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৬:১০
Share:
০১ ০৬

বিদেশে সাফল্যের পর, ভারতের বাজারে এক সঙ্গে দু’টি স্মার্টওয়াচ লঞ্চ করল 'হুয়ামি'। 'হুয়ামি' আসলে 'শাওমি'র আরেকটি ব্র্যান্ড। ২৪ জুলাই লঞ্চ করেছে 'অ্যামেজ ফিট বিপ' এবং 'অ্যামেজ ফিট স্ট্র্যাটোস' নামের স্মার্ট-ওয়াচ দু’টি। একনজরে দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচ দু’টির কিছু ফিচার।

০২ ০৬

মাত্র ৫,৪৯৯ টাকাতেই পাওয়া যাচ্ছে 'অ্যামেজ ফিট বিপ'। অন্যদিকে 'স্ট্র্যাটোস'-এর দাম ১৫,৯৯৯ টাকা।তবে একমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচদু’টি। যদিও গ্রাহকরা চাইলেই ফিন্যান্সেও কিনতে পারেন 'অ্যামেজ ফিট বিপ' এবং 'স্ট্র্যাটোস'।

Advertisement
০৩ ০৬

'অ্যামেজ ফিট বিপ' স্মার্টওয়াচে এক বার চার্জ দিলে চলে টানা ৪৫ দিন। ১.২৮ ইঞ্চি রঙিন টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এই ফিটনেস ট্র্যাকারে। 'অ্যামেজ ফিট বিপ'-এ কর্নিঙ্গ গোরিলা গ্লাস থ্রি থাকার কারণে হাত থেকে পড়ে গেলেও সহজে ক্ষতি হয়না।

০৪ ০৬

সময়, হার্ট বিট ছাড়া দিনে কত পা হাঁটলেন, তারও হিসাব ধরা থাকবে স্মার্টওয়াচের স্ক্রিনে। মিসড কল থেকে ইমেল, মেসেজ থেকে হোয়াটসঅ্যাপ— সবকিছুরই নোটিফিকেশন আসে এই স্মার্টওয়াচে।

০৫ ০৬

১.৩৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে 'অ্যামেজ ফিট স্ট্র্যাটোস'-এ। ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১.২ গিগা হার্ত্‌জ ডুয়েল কোর প্রসেসার সহযোগে স্মার্টওয়াচটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

০৬ ০৬

টানা ৫ দিন চার্জ থাকতে পারে এই 'অ্যামেজ ফিট স্ট্র্যাটোস' স্মার্টওয়াচটিতে। তবে জিপিএস অন থাকলে ৩৫ ঘণ্টারও বেশি চার্জ থাকতে পারে। ইমেল, মেসেজ, থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ— সবকিছুরই নোটিফিকেশন আসে এই স্মার্টওয়াচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement