করলা নদীর জলে খেলতে গিয়ে সদ্য ডিম ফুটে বেড়িয়ে আসা একটি কচ্ছপ ছানা ধরল দুই বালক। শনিবার দুপুর নাগাদ শহরের সুভাষ উন্নয়ন পলি লাগোয়া নদীতে ছানাটি ধরা পরে। দেখার জন্য কিছু ক্ষণ গামলার জলে রেখে পরে সেটি নদীতে ছেড়ে দেয় ওরা। যে কচ্ছপ ছানাটি এ দিন ধরা পড়ে সেটি আয়তনে দু’ইঞ্চি। জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও (বন্যপ্রাণ) সুমিতা ঘটক বলেন, “করলা নদীতে কচ্ছপ আছে। এটা নতুন কিছু নয়। যেটা ধরা পরেছে সেটা সম্ভবত ছানা। সদ্য ডিম ফুটে বের হয়েছে।” এ দিন বিকাশ কামতি ও অভয় কামতি নামে দুই বালক নদীর জলে খেলার সময় ভেসে আসা প্রতিমার কাঠামো ধরে। সেটা খুলতে গিয়ে বেড়িয়ে আসে কচ্ছপ ছানা। অদ্ভুত রকমের ছোট্ট প্রাণী মনে করে হইচই পড়ে যায় এলাকায়। পরে ভিড় জমে গামলার জলে ফুটফুটে ছানার সাঁতার কেটে বেড়ানো দেখতে।