সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম নমিতা নায়েক (৩৭)। বাড়ি মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায়। বৃহস্পতিবার ভোরে ওই মহিলা সর্পদষ্ট হন। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ দিন মৃতার বাড়িতে যান এলাকার কাউন্সিলর সৌমেন খান। তিনি পরিজনদের সমবেদনা জানান। মৃতার পরিবার ও এলাকা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন ওই মহিলা। তখনই তিনি সর্পদষ্ট হন।