চোখের তলায় কালি পড়ছে? নিয়মিত লাগান শশার রস

খাওয়ার পর শেষ পাতে কয়েক টুকরো শশা না খেলে আপনার হয় না। কিংবা মুড়িরে সঙ্গে শশাকুচি না মেখে খেলে আপনার মুখে কিছুই রোচেই না। মনে হয় যেন জীবনটা বৃথা। জানেন কী এই সস্তার পুষ্টিকর খাবারে শুধু পুষ্টিই নয় লুকিয়ে আছে রূপটানেরও নানা হালহদিশ। ঘরোয়া উপায় এই সব পদ্ধতি অবলম্বনে করলেই সহজেই মিলবে ঝকঝকে ত্বক। জেনে নিন কী সেই ঘরোয়া উপায়?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৩
Share:

খাওয়ার পর শেষ পাতে কয়েক টুকরো শশা না খেলে আপনার হয় না। কিংবা মুড়িরে সঙ্গে শশাকুচি না মেখে খেলে আপনার মুখে কিছুই রোচেই না। মনে হয় যেন জীবনটা বৃথা। জানেন কী এই সস্তার পুষ্টিকর খাবারে শুধু পুষ্টিই নয় লুকিয়ে আছে রূপটানেরও নানা হালহদিশ। ঘরোয়া উপায় এই সব পদ্ধতি অবলম্বনে করলেই সহজেই মিলবে ঝকঝকে ত্বক। জেনে নিন কী সেই ঘরোয়া উপায়?

Advertisement

চোখের তলায় কালি পড়েছে? অল্প শশার রস নিন। আস্তে আস্তে চোখের তলার লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলুন। নিয়মিত শশার রস লাগালে কালো দাগ দূর হবে।

Advertisement

হাতে মুখে শশার রস লাগিয়ে রাখুন। তার পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে মিলবে ঝকঝকে ত্বক।

মেচেতার দাগ দূর করতে শশার রসের জুড়ি মেলা ভার।

সূর্যের আলোয় ত্বক পুড়ে গিয়ে লাল হয়ে গেলে শশার রস লাগালে উপশম মিলবে।

চোখের ফোলা ভাব দূর করতে চোখের উপর পাতলা শশার টুকরো রাখুন। শশায় থাকা অ্যাসরবিক অ্যাসিড চোখের ফোলা ভাব দূর করতে সাহায্য করে।

পড়ুন

• মাথার চুল থেকে পায়ের নখ, রূপটানে আদা

শশার রস টোনারেরও কাজ করে। লেবুর রস, অ্যালোভেরা, মধু, শশার রস, ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক বানিয়ে নিয়মিত লাগালে মিলবে ঝকঝকে ত্বক।

ব্রণ-র দাগ দূর করে শশার রস।

ডাবের জলের সঙ্গে শশার রস মিশিয়ে লাগালে মিলবে উজ্জ্বল ত্বক।

তাই আর দেরি নয় এখনই মুখে হাতে লাগান শশার রস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন