মিক্সড সাংহাই নুডলস রেসিপি

পায়ের তলায় সর্ষে আর মনের মধ্যে সুর। এই ভাবেই চলছিল দিব্য। কিন্তু আরও একটা শখকে কিছুতেই দমিয়ে রাখা গেল না। তাই নেশায় ভূপর্যটক আর লক্ষীছাড়া ব্যান্ডের মূল বাদক রেস্তোরাঁ বানাতে মনোনিবেশ করলেন। আর তারই ফল আজকের চাওম্যান। কিছু চেনা অচেনা রেসিপির কথা বললেন চাওম্যানের সৃষ্টিকর্তা দেবাদিত্য চৌধুরী। নুডলসের প্রতিটি গরাসে ডিম। চিংড়ি চিকেনের সঙ্গে লাল, হলুদ, সবুজ বেল পেপারের সুগন্ধী মিলে মিশে স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। উপকরণের বাহুল্য নেই, কিন্তু অসাধারণ সুস্বাদু এই সাংহাই নুডুলস।

Advertisement

সুমা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৪:৪২
Share:

ছবি: অনির্বাণ সাহা।

নুডলসের প্রতিটি গরাসে ডিম। চিংড়ি চিকেনের সঙ্গে লাল, হলুদ, সবুজ বেল পেপারের সুগন্ধী মিলে মিশে স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। উপকরণের বাহুল্য নেই, কিন্তু অসাধারণ সুস্বাদু এই সাংহাই নুডুলস।

Advertisement

কী কী লাগবে

সেদ্ধ করা নুডলস: ২০০ গ্রাম

Advertisement

ডিম – স্ক্র্যাম্বল করা: ১টি

শ্রেডেড বোনলেস চিকেন, চিংড়ি (সেদ্ধ করা): ৫০ গ্রাম করে প্রতিটি

লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম: পাতলা ও লম্বা করে কাটা ১ কাপ

পেঁয়াজ, গাজর, ব্রকোলি, মাশরুম( টুকরো করে সেদ্ধ করা): ১ কাপ

আদা ও রসুন কুচি: ১ চামচ করে

সাদা তেল: ২ বড় চামচ

নুন ও মরিচ গুঁড়ো: স্বাদ অনুযায়ী

চিলি ফ্লেক্স: ১ চামচ

সয়া সস: ১ চামচ

টম্যাটো সস: ১চামচ

ভিনিগার: ১ চামচ

স্প্রিং অনিয়ন: ১ চামচ

কী ভাবে বানাবেন

প্যানে তেল গরম করে আদা রসুন কুচি ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে নেড়ে চেড়ে চিকেন, ডিম ও চিংড়ি দিয়ে সামান্য ভেজে নিয়ে সেদ্ধ চাওমিন দিতে হবে। এরপর সস, ভিনিগার, চিলি ফ্লেক্স ও মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement