Manabi News

পুলিশকর্মী এবং হট মডেল! দু’টি পেশাতেই সমান পারদর্শী ইনি

গাঢ় নীল প্যান্ট-শার্ট। নীল ব্লেজার। তাতে আটকানো পুলিশের ব্যাজ। টানটান ফিগার। চোর-ডাকাত ধরায় রীতিমতো পারদর্শী। ইনি নিউ ইয়র্কের মহিলা পুলিশকর্মী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১১:১৮
Share:
০১ ১০

নিউ ইয়র্কের ফ্রি পোর্টের লং আইল্যান্ডের বাসিন্দা সামান্থা সেপুলভেদা। স্থানীয় পুলিশ অফিসার তিনি।

০২ ১০

তবে এর পাশাপাশি অন্য একটি পেশার সূত্রেও যথেষ্ট পরিচিত তিনি। পুলিশের পেশার পাশাপাশি এক বিখ্যাত অন্তর্বাস সংস্থার প্রধান মডেলও তিনি।

Advertisement
০৩ ১০

গত বছরে সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ ডলার আয় করেছেন সামান্থা।

০৪ ১০

সাত বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে কাজ করছেন বছর ৩২-এর সামান্থা। মডেল হিসাবে কাজে যোগ দিয়েছেন বছর তিনেক আগে।

০৫ ১০

সোশ্যাল মিডিয়ায় রোজই হু হু করে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা। ইন্সটাগ্রামে ইতিমধ্যেই তা ১ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে।

০৬ ১০

সামান্থার দাবি, তিনি তাঁর যে কোনও পুরুষ পুলিশকর্মীর তুলনায় অনেক বেশি দক্ষ। বেশীর ভাগ <br> অপরাধীই নাকি তাঁর সঙ্গে কখনও মারপিট করতে আসে না।

০৭ ১০

সফল ভাবে পুলিশের দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁর দ্বিতীয় পেশার জন্য আমেরিকা, স্পেন, অস্ট্রেলিয়া চষে বেড়ান তিনি।

০৮ ১০

তবে নিজের কাজের প্রতি চূড়ান্ত দায়িত্বশীল সামান্থা। তাঁর সহকর্মীরা জানাচ্ছেন, পুলিশের উর্দিতে থাকলে ভুলেও মডেল <br> বলে মনে হয় না তাঁকে। নো মেকআপ, সাধারণ করে বাঁধা চুল, সম্পূর্ণ ডিগ্ল্যাম লুকে সামান্থা তখন পুরোদস্তর অফিসার।

০৯ ১০

অন্য দিকে উর্দির বাইরে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন সামান্থা সেপুলভেদা। শুধু স্বল্প পোশাকে ফোটোশুট <br> আর সেলফি-ই নয়, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপলোডও করেন ফিনান্সে এমবিএ করা সামান্থা।

১০ ১০

তবে এ সব নিয়ে নানা তীর্যক মন্তব্যের সামনেও দাঁড়াতে হয়েছে তাঁকে। কিন্তু সামান্থার সোজাসাপটা জবাব, <br> ‘‘যাঁদের মনে হবে আমি খারাপ কিছু করছি, প্লিজ তাঁরা নিজেদের চোখ দু’টো বন্ধ করে নিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement