বিয়ের সাজ মানেই লাল বেনারসি, সোনার গয়না, কপাল সুশোভিত চন্দনে, খোঁপায় জুুঁই ফুলের মালা। বাঙালি কনের এই ট্রাডিশনাল সাজ থেকে বেরিয়ে এখন অনেকেই বিয়ের দিন চাইছেন একটু অন্য কিছু। অনেকে আবার বিয়ের দিনটা সনাতন সাজে নিজেকে দেখতে চাইলেও রিসেপশনে পেতে চাইছেন একেবারে অন্য লুক। আর ব্রাইডাল ফ্যাশন এখন মাতিয়ে রেখেছে প্যাস্টেল শেডস। লাল, মেরুনের বদলে এখন চাহিদা সফট পিঙ্ক, লাইট গোল্ডের। বলি নায়িকারাও বেছে নিচ্ছেন পিঙ্ক, পিচ, ফ্লোরাল প্রিন্ট। দেথে নিন তেমনই কিছু কালেকশন।
শুধু ফ্যাশন নয়, বিয়েটাইকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন অনুষ্কা শর্মা। শুধু সফট পিঙ্কের মতো প্যাস্টেল শেডই এখন বাজার জুড়ে নেই, ছেয়ে রয়েছে ফ্লোরাল প্রিন্টও। লাল রং আর সোনার গয়নার জাঁকজমক যেন আউট করে দিয়েছে ফ্লোরাল ফ্রেশনেস। সব হবু কনের ফ্যাশন গোল এখন অনুষ্কার ব্রাউডাল লুক।
বিয়ের পোশাক চান একদম হালকা রঙের? অথচ রয়্যাল ছোঁয়া? তা হলে সোনালিই আরনার জন্য সেরা রং। সাগরিকা ঘাটগের মতো সোনালি লেহঙ্গা হোক বা সোনালি শাড়ি, আপনার সাজ কমপ্লিমেন্ট করবে সোনা, হিরের ভারী গয়না।
নীল আপনার প্রিয় রং? কিন্তু তা বলে রিসেপশনে সেই একঘেয়ে গাঢ় নীল বেনারসি একেবারেই না পসন্দ? সামান্থা রুথ প্রভুর মতো হালকা আকাশি নীল লেহঙ্গা কিন্তু পুরো সাজটাই বদলে দিতে পারে।
অনেকে পরিবারেই বিয়ে বা রিসেপশনের সাজে লেহঙ্গা পরা নিয়ে খুঁতখুঁতানি থাকে। তাই বিয়ের আগে মেহন্দি বা ককটেল পার্টির মতো ছোটখাট অনুষ্ঠানে লেহঙ্গা পরেন অনেকেই। বিপাশার মতো ফ্লোরাল প্রিন্টের লেহঙ্গার সঙ্গে ফুলের সাজ এই সব প্রি-ওয়েডিং ফাংশনের মোস্ট ট্রেন্ডিং সাজ এখন।
আগে বিয়ের কনে সাদা বা অফ হোয়াইট পোশাক পরবেন শুনলে অনেকেই নাক সিঁটকোতেন। এখন বিয়ের কনেকে এলিগ্যান্ট লুক দিতে ডিজাইনাররা সাদা বা অফ হোয়াইটকেই বেস রং করতে চাইছেন। অমৃতা পুরির বিয়ের লেহঙ্গায় ছিল মাল্টি সুতোর এমব্রয়াডারি। গোল্ড এমব্রয়ডারিও সাদা বা অফ হোয়াইট পোশাককে দারুণ সুন্দর করে তোলে।
সবুজের শেড পছন্দ? অথচ বিয়েতে সবুজ এখন একেবারেই আউট অব ফ্যাশন? তা হলে আপনাকে ফ্যাশন গোল দিতে পারেন নফিসা আলির মেয়ে পিয়া। বিয়েতে এই গোল্ড এমব্রয়ডারিড সফট গ্রিন লেহঙ্গা পরেছিলেন পিয়া।
পিঙ্ক প্রায় সব মেয়েদেরই পছন্দের রং। মানায়ও সকলকেই। তাই রিসেপশনে পরতেই পারেন মীরার মতো পিঙ্ক লেহঙ্গা। মীরা মাল্টিস্টোনড গয়না পরলেও এই রঙের সঙ্গে হিরে বা মুক্তোর গয়নাও অসাধারণ লাগবে।
লাইট গোল্ড-পিচ যদি আপনার পছন্দের রং তা হলে সোহার মতো এই লেহঙ্গাও পরতে পারেন বিয়ের অনুষ্ঠানে। যে কোনও উজ্জ্বল রঙের স্টোন জুয়েলারি কনট্রাস্ট লুক এনে দেবে সাজে।