মুম্বই হাইকোর্ট তাঁদেরকে মন্দিরে ঢোকার অনুমতি দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে আহমেদনগরের এক মন্দিরের সামনে বিক্ষোভ দেখান জনা ২৪ মহিলা। তাঁদের নেতৃত্বে ছিলেন ত্রাপ্তি দেশাই।
তাঁদের দাবি, মুম্বই হাইকোর্টের নির্দেশের পরেও তাঁদেরকে এই মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তাঁদেরকে মন্দিরে ঢুকতে না দেওয়া হয় তাহলে তাঁরা মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নামে থানায় অভিযোগ জানানোর দাবিও জানান ত্রাপ্তি।
আরও পড়ুন: মাসুদকে নিষিদ্ধ করতে দিল না চিন, বেনজির কড়া প্রতিক্রিয়া ভারতের