Kajal

এগুলো করুন, আর স্মাজ করবে না কাজল

রোজই আপনার কাজল বিচ্ছিরি ভাবে স্মাজ করে? সকালে বেরনোর সময় দেখতে যেমন লাগে দিনের শেষে বাড়ি ফেরার পর নিজেকে আয়নায় দেখে চিনতে পারেন না?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১৬:১৯
Share:
০১ ০৬

রোজই আপনার কাজল বিচ্ছিরি ভাবে স্মাজ করে? সকালে বেরনোর সময় দেখতে যেমন লাগে দিনের শেষে বাড়ি ফেরার পর নিজেকে আয়নায় দেখে চিনতে পারেন না? বেশি ঘামেন? ত্বক অতিরিত্ত তৈলাক্ত? তা হলে এই ৫ মেকআপ ট্রিক মেনে চলুন।

০২ ০৬

কাজল লাগানোর আগে চোখের কোল, চোখের উপরের অংশ ভাল করে টিস্যু দিয়ে ব্লট করে নিন। এর ফলে ঘাম, অতিরিক্ত তেল শুষে নেবে। কাজল স্মাজ করবে না।

Advertisement
০৩ ০৬

কাজল লাগানোর আগে কখনই প্রাইমার বেস করতে ভুলবেন না। এর ফলে কাজল লাগানোও অনেক স্মুদ হবে। ফলে স্মাজও কম করবে।

০৪ ০৬

কাজল লাগানোর আগে চোখের কোলে বেশি করে পাউডার পাফ করুন। কাজল লাগানোর পর অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলুন।

০৫ ০৬

কাজল লাগানোর সময় চোখের বাইরের কোল থেকে ভিতরের কোলে কাজলের রেখা টানুন। ভিতর থেকে বাইরের দিকে রেখা টানলে চোখের জলে আরও বেশি ঘেঁটে যেতে পারে কাজল।

০৬ ০৬

কাজল লাগানোর পর কালো আইশ্যাডো দিয়ে ফিনিশিং লুক দিন। এতে স্মাজ করলেও যেমন বোঝা যাবে না তেমনই স্মোকি লুক আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement