সতীর্থ এবং কোচের সঙ্গে লুক রবিনসন। টুইটার সৌজন্য প্রাপ্ত ছবি।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক বিরলতম দৃষ্টান্ত স্থাপন করলেন ১৩ বছরের ব্রিটিশ ক্রিকেটার লুক রবিনসন। ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে ৬ বলে ৬ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেন রবিনসন।
আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানালেন ললিত মোদী
আরও পড়ুন: জয় দিয়ে লিগ অভিযান শুরু করল আর্সেনাল
শুধু ক্লাব স্তরের ক্রিকেটেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও এটি একটি রেকর্ড। টেস্ট ক্রিকেট এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টি২০ ক্রিকেট যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি কোনও বোলার।
শুধু ক্লাব স্তরের ক্রিকেটেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও এটি একটি রেকর্ড। টেস্ট ক্রিকেট এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টি২০ ক্রিকেট যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি কোনও বোলার।
বৃহস্পতিবার রবিনসনের বিশ্ব রেকর্ড করার দিন মাঠে উপস্থিত ছিলেন তার গোটা পরিবার। গ্যালারিতে বসে নাতির কৃতিত্বের সাক্ষী থেকেন তার দাদু এবং মা। সাইডলাইনে ছিলেন লুকের বাবা তথা ফিলেনডেলফিয়ার যুব দলের কোচ স্টিফেন রবিনসন। ম্যাচ শেষে স্টিফেন বলেন, “এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। আমি গত ৩০ বছর ধরে ক্রিকেট খেলছি এবং বহু বার হ্যাটট্রিক করেছি। কিন্তু এ রকম অভিজ্ঞতা কখনও হয়নি।