Sports News

প্রায় হাতছাড়া ম্যাচ জেতালেন কোহালি-যাদব

দুরন্ত জয় ভারতের। ৬৪ রানের চার উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহালি ও কেদার যাদব। দু’জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। শেষ বেলায় বাজিমাত অশ্বিন, হার্দিকের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে জিতেই শুরু করল ভারত।

Advertisement
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১৪:১৬
Share:

কেদার যাদব ও বিরাট কোহালির ব্যাটে অক্সিজেন পেল ভারত। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড ৩৫০/৭ (৫০ ওভার)

Advertisement

ভারত ৩৫৬/৭ (৪৮.১ ওভার)

• ছক্কা হাঁকিয়ে জয় এনে দিলেন অশ্বিন।

Advertisement

• ৪৮ ওভারে ভারত ৩৫০/৭।

• হার্দিকের ছক্কা।

• ১৮ বলে ১২ রান দরকার ভারতের।

• ২১ বলে ১৫ রান দরকার ভারতের।

• ৩১ রানে ব্যাট করছেন হার্দিক।

• ৪৬ ওভারে ভারত ৩৩৪/৭।

• ২৫ বলে ১৯ রান দরকার ভারতীয় দলের।

• পাণ্ড্যর বাউন্ডারি।

• ৪৫ ওভারে ভারত ৩২৫/৭।

• ব্যাট করতে এলেন রবিচন্দ্রন অশ্বিন।

• বলের বলে রশিদকে ক্যাচ দিয়ে ১৩ রান করে প্যাভেলিয়নে ফিরলেন রবীন্দ্র জাডেজা।

• আউট...

• ৪৮ বলে ৪৬ রান দরকার ভারতের। হাতে রয়েছে চার উইকেট।

• ৪২ ওভারে ভারত ৩০৫/৬।

• জিততে হলে ভারতের দরকার ৬০ বলে ৬০ রান।

• ব্যাট করছেন হার্দিক ও জাডেজা।

• ৪০ ওভারে ভারত ২৯১/৬।

• বলের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে আউট হলেন কেদার যাদব।করলেন ১২০ রান।

• আউট...

•৩৭ ওভারে ভারত ২৬৪/৫।

• ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ড্য।

• কেদার যাদবের সেঞ্চুরি।

• স্টোকসের বলে উইলিকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন বিরাট কোহালি। করলেন ১২২ রান।

• আউট...

• সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে কেদার যাদব।

• জিততে হলে ১৫ ওভারে ১০০ রান করতে হবে ভারতকে।

• ৩৫ ওভারে ভারত ২৫১/৪।

• ১৮ ওভারে ভারতের দরকার ১২২ রান।

• ৩২ ওভারে ভারত ২২৯/৪।

• ৮৬ রানে ব্যাট করছেন কেদার যাদব।

• বিরাট কোহালির সেঞ্চুরি।

• ২১.২ ওভারে ভারতের দরকার ১৫৬ রান।

• ২০০ রানের দিকে এগোচ্ছে ভারত।

• বিরাট-কেদারের জুটিতে ১০০ রান এল।

• বিরাট কোহালি ৭৬ ও কেদার যাদব ৬২ রানে ব্যাট করছে।

• ২৬ ওভারে ভারত ১৭৪/৪।

• কোহালির ওভার বাউন্ডারি।

• ২৩ ওভারে ভারত ১৫২/৪।

• কেদার যাদবের হাফ সেঞ্চুরি।

• ৫৭ রানে বিরাট ও ৪৪ রানে কেদার যাদব ব্যাট করছেন।

• ২০ ওভারে ভারত ১৩২/৪।

• ধির গতিতে দলকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক কোহালি। সঙ্গে কেদার যাদব

• হাফ সেঞ্চুরি বিরাট কোহালির। কেদার যাদবকে সঙ্গে নিয়ে লড়ছেন তিনি।

• ১৭ ওভারে ভারত ১০৮/৪।

• ৩৮ ওভারে ভারতকে জিততে হলে করতে হবে ২৮৭ রান।

• বিরাটের সঙ্গে ব্যাট করতে এলেন কেদার যাদব।

• ১২ ওভারে ভারত ৬৪/৪।

• প্যাভেলিয়নে ফিরলেন ধোনি। জ্যাক বলের বলে উইলিকে ক্যাচ তুলে মাত্র ছ’রানেই ফিরলেন তিনি।

• আউট...

• প্রাক্তন ও বর্তমান অধিনায়ক একসঙ্গে ভারতের মান রাখতে পারেন কী না এখন সেটাই দেখার।

• ব্যাট করতে এলেন ধোনি।

• স্টোকসের বলে বাটলারকে ক্যাচ দিয়ে মাত্র ১৫ রান করে প্যাভেলিয়নে ফিরলেন যুবরাজ সিংহ।

• আউট...

• যুবরাজের প্রথম ছক্কা। ফেরার পর। উইলিকে অষ্টম ওভারে সেই ছক্কা হাঁকালেন তিনি।

• ৭ ওভার শেষে ভারত ৩২/২।

• এই রানের লক্ষ্যে পৌঁছতে হলে বড় পার্টনারশিপ তৈরি করতে হবে বিরাট, যুবরাজকে।

• প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ওয়ান ডে-তে নামলেন যুবরাজ।

• ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• এবার আউট লোকেশ রাহুল। উইলির বলে বোল্ড লোকেশ। তাঁর ব্যাট থেকে এল ৮ রান।

• আউট...

• ৫ ওভারে ভারত ১৪/১।

• লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে এলেন বিরাট কোহালি।

• ১ রান করে আউট শিখর ধবন। এতদিন পর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি।

• আউট...

• বিরাট লক্ষ্যের সামনে ভারত।

• ওপেন করতে এসেছেন শিখর ধবন ও লোকেশ রাহুল।

• ভারতের ব্যাটিং শুরু।

• ৫০ ওভার শেষে ইংল্যান্ড ৩৫০/৭।

• ভারতের মাটিতে সর্বোচ্চ ওয়ান ডে রান করে ফেলল ইংল্যান্ড।

• ৪৯ ওভারের শেষে ইংল্যান্ড ৩৩৮/৭।

• উমেশ যাদবের বলে বোল্ড হলেন মইন আলি। করলেন ২৮ রান।

• আউট...

• মইন আলির সঙ্গে ব্যাট করতে এলেন ক্রিস ওকস।

• ৪৮ ওভারের শেষে ইংল্যান্ড ৩৩০/৬।

• ৪৮তম ওভারের প্রথম বলেই আউট বেন স্টোকস। ৬২ রান করে বুমরাহর বলে ক্যাচ তুলে গিলেন উমেশ যাদবকে।

• আউট....

• আজ বল হাতে ফ্লপ অশ্বিন।

• প্রায় প্রতি ওভারেই ১০এর উপর রান নিচ্ছে ইংল্যান্ড।

• ৩০০ রানের গন্ডি পেড়ল ইঁল্যান্ড।

• বেন স্টোকসের হাফ সেঞ্চুরি।

• হার্দিকের বলে ক্যাচ ফেললেন কোহালি।

• ৪৫ ওভারে ইংল্যান্ড ২৮৫/৫।

• ব্যাট করতে এলেন মইন আলি।

• ৪২ ওভারে ইংল্যান্ড ২৪৫/৫।

• ৭৮ রান করে বুমরাহর বলে হার্দিককে ক্যাচ দিয়ে ফিরলেন জো রুট।

• ৬৮ রানে ব্যাট করছেন জো রুট।

• জো রুটের সঙ্গে ব্যাট করতে এলেন বেন স্টোকস।

• ৩৮ ওভারে ইংল্যান্ড ২২১/৪।

• আউট জোস বাটলার। পাণ্ড্যর বলে ধবনকে ক্যাচ দিয়ে ফিরলেন বাটলার। করলেন ৩১ রান।

• বল করতে এসেছেন যুবরাজ সিংহ।

• ৩৫ ওভারে ইংল্যান্ড ২০৫/৩।

• ৫২ রানে ব্যাট করছেন জো রুট। ১৬ রানে জোস বাটলার।

• ৩৩ ওভারে ইংল্যান্ড ১৮৯/৩।

• জো রুটের সঙ্গে ব্যাট করতে এলেন জোস বাটলার।

• যদিও প্রথমে আউট দেননি আম্পায়ার। কিন্তু ভারত রিভিউ চাইলে সিদ্ধান্ত ভারতের পক্ষেই আসে।

• হার্দিকের বলে ধোনিকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মর্গ্যান।

• আউট।

• এই মুহূর্তে ২৮ এ ব্যাট করছেন ইযন মর্গ্যান ও ৩৮এ জো রুট।

• ২৪ ওভারে ইংল্যান্ড ১৪০/২।

• ২১ ওভারে ইংল্যান্ড ১১৩/২।

• জাডেজার বলে স্টাম্প আউট হলেন জেসন রয়। করলেন ৭৩ রান।

• ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ল।

• ইতিমধ্যেই ভারতের হয়ে বল করে ফেলেছেন উমেশ যাদব, হার্দিক পাণ্ড্য, জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু কোনও উইকেট আসেনি। একটিমাত্র রান আউট।

• ১৭ ওভারের শেষে ইংল্যান্ড ৯৯/১।

• বল করছেন জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা।

• ব্যাট করছেন জো রুট ও জেসন রয়।

• ১১ ওভারের শেষে ইংল্যান্ড ৭২/১।

• জেনস রয়ের হাফ সেঞ্চুরি।

• ৯ রানে প্যাভেলিয়নে ফিরলেন তিনি।

• উমেশ যাদবের ওভারে বুমরাহ রান আউট করলেন।

• রান আউট হলেন অ্যালেক্স হেলস।

• ইংল্যান্ডের প্রথম উইকেট।

সব ফর্ম্যাটের ক্রিকেটে শুরু হয়ে গেল বিরাট যুগ। যখন তিনি প্রথম ওয়ান ডে অধিনায়ক হিসেবে টস করতে নামলেন।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। ২০১৩ ডিসেম্বরের পর আবার ওয়ান ডে দলে ফিরলেন যুবরাজ সিংহ। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বিরাট অধ্যায়ও। ধোনির থেকে পাওয়া রাজত্ব সামলাতে নেমে পড়লেন বিরাট কোহালি। তাঁর নেতৃত্বে প্রথম খেলতে নামলেন মহেন্দ্র সিংহ ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পুণের মাঠে রবিবারের এই ওয়ান ডে ম্যাচ অনেকদিন থেকেই লেখা থাকবে ইতিহাসে। ভারতীয় দলে এদিন জায়গা হয়নি মণীশ পাণ্ডে, অজিঙ্ক রাহানে, ভুবনেশ্বর কুমার ও অমিত মিশ্রা। অনেকদিন পর দলে ফিরলেন শিখর ধবনও।

প্রথম ওয়ান ডে-তে ভারতীয় দল: শিখর ধবন, লোকেশ রাহুল, বিরাট কোহালি (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটকিপার), যুবরাজ সিংহ, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন