Cricket

চাপ নিয়েও তিন ফরম্যাটেই ধারাবাহিক কোহালি, বিস্মিত ফিঞ্চ

দেশে হোক বা বিদেশে— সিরিজের পর সিরিজে রান করে চলেছেন কোহালি। রেকর্ড গড়ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ২০:২২
Share:

চাপ সামলে পারফর্ম করে চলেছেন কোহালি। —ফাইল চিত্র।

ভারতের হয়ে খেলার প্রবল চাপ রয়েছে। ক্রিকেটভক্তদের অনন্ত প্রত্যাশা পূরণ করতে হয় ক্রিকেটারদের। তার উপরে যদি নেতৃত্বের বোঝা চাপে, তা হলে তো সেই চাপ পাহাড়প্রমাণ হয়ে ওঠে। বিরাট কোহালি কিন্তু দুটো কাজই সমানভাবে করে আসছেন। চাপ অনুভব করছেন কিনা তা বোঝাই যায় না ভারত অধিনায়ককে দেখে।

Advertisement

কোহালিকে দেখে বিস্মিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তিনি বলছেন, ‘‘ভারতের হয়ে খেলাটা সব সময়ে চাপের। ভারতকে নেতৃত্ব দেওয়াতেও রয়েছে প্রচণ্ড চাপ। কোহালি কিন্তু দুটো কাজই করে চলেছে একসঙ্গে।’’

দেশে হোক বা বিদেশে— সিরিজের পর সিরিজে রান করে চলেছেন কোহালি। রেকর্ড গড়ছেন। ফিঞ্চ বলছেন, ‘‘প্রতিটি প্লেয়ারেরই খারাপ সময় যায়। কিন্তু কোহালি, স্মিথ, পন্টিং, সচিনকে পর পর সিরিজে খারাপ খেলতে দেখা যায়নি।’’

Advertisement

আরও পড়ুন: ধোনির নেতৃত্বে সৌরভ আর দ্রাবিড়ের গুণ রয়েছে, দাবি রাজপুতের

ধোনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে কোহালির হাতে। প্রত্যাশার চাপের মধ্যেও পারফরম্যান্স করে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। তিনটি ফরম্যাটেই ধারাবাহিকতা দেখাচ্ছেন কোহালি। ভারত অধিনায়কের ধারাবাহিকতা দেখে বিস্মিত অজি ক্রিকেটার। ফিঞ্চ বলছেন, ‘‘ওয়ানডে ফরম্যাটে সর্বকালের সেরা হওয়া এক রকম। কিন্তু টেস্ট ক্রিকেট ও টি টোয়েন্টি ফরম্যাটেও সেরা হওয়া দারুণ ব্যাপার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement