Sport News

আজকের ভারত-পাকিস্তান ম্যাচে কাদের উপর নজর থাকবে

এশিয়া কাপে দ্বিতীয় বার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। প্রথম বার রোহিত বাহিনীর সামনে উড়ে গিয়েছে সরফরাজরা। দ্বিতীয় বার কী ঘটবে? এই ম্যাচে দু’দলের নজর কাড়তে পারেন কারা। দেখে নেওয়া যাক এক নজরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৫
Share:
০১ ০৯

এশিয়া কাপে দ্বিতীয় বার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। প্রথম বার রোহিত বাহিনীর সামনে উড়ে গিয়েছে সরফরাজরা। দ্বিতীয় বার কী ঘটবে? এই ম্যাচে দু’দলের নজর কাড়তে পারেন কারা। দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ০৯

কুলদীপ যাদব: এশিয়া কাপে তিন ম্যাচে তিন উইকেট। কিন্তু তাঁর প্রভাব উইকেট সংখ্যার চেয়ে অনেক বেশি। বাঁ হাতি লেগস্পিন-গুগলির কোন বলটা ভিতরে আসবে, কোনটা বাইরে যাবে, কেউই ভাল করে বুঝতে পারছেন না!

Advertisement
০৩ ০৯

শাদাব খান: পাকিস্তানের সেরা স্পিন অস্ত্র হিসেবে এসেছিলেন। প্রথম ম্যাচে তিন উইকেট পাওয়ার পরে এই লেগস্পিনার গ্রুপ পর্বের ম্যাচে চোট পেয়ে বাইরে চলে যান। চেষ্টা চলছে আজ ভারতের বিরুদ্ধে নামানোর।

০৪ ০৯

যুজবেন্দ্র চহাল: টি-টোয়েন্টি থেকে উত্থান হলেও প্রথাগত লেগস্পিনারের মতো বড় টার্ন এবং গুগলিই তাঁর অস্ত্র। চহাল এবং কুলদীপের জুটিকে বলা হয় কুল-চা। তিন ম্যাচে তিন উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন ৪.৪৪।

০৫ ০৯

মহম্মদ নওয়াজ: শোয়েব আখতারের রাওয়ালপিন্ডি থেকে উঠে আসা বাঁ হাতি স্পিনার। মাত্র ১২টি ওয়ান ডে খেলে পেয়েছেন ১২ উইকেট। আফগানিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ৫৭ রান দিয়ে নেন তিন উইকেট।

০৬ ০৯

রবীন্দ্র জাডেজা: প্রথমে স্কোয়াডে ছিলেন না। অক্ষর পটেলের পরিবর্ত হিসেবে দলে ঢুকে চার উইকেট নেন বাংলাদেশের বিরুদ্ধে। স্পিন-সহায়ক পিচে আজ পাকিস্তানের বিরুদ্ধে মহারণেও অন্যতম প্রধান অস্ত্র।

০৭ ০৯

হ্যারিস সোহেল: বাঁ হাতি স্পিনার। প্রায় তিরিশ বছর বয়স হলেও মাত্র ২৫টি ওয়ান ডে খেলেছেন। তাতে নিয়েছেন মাত্র ১০ উইকেট। আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ ওভারে ৩০ রান দেন। উইকেট পাননি।

০৮ ০৯

কেদার যাদব: ভারতীয় স্পিনের নয়া চমক। গ্রুপ পর্বে পাকিস্তানকে তিনিই ভাঙেন তিন উইকেট নিয়ে। ওভার প্রতি রান দিয়েছেন ৩.১৮। আপাত নিরীহ অফস্পিনকে হাল্কা ভাবে নিয়ে ঠকতে পারেন ব্যাটসম্যানেরা।

০৯ ০৯

শোয়েব মালিক: ভারতের বিরুদ্ধে দারুণ রেকর্ড। তবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি-র কোপে পড়ার পর থেকে মালিকের বোলিংয়ে ধার কমেছে। আফগানিস্তানের বিরুদ্ধে চার ওভারে দেন ২১ রান। তবে ব্যাট হাতে মালিক দারুন ফর্মে আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement