ব্যর্থ আফগানদের লড়াই, শোয়েব ম্যাজিকে জিতল পাকিস্তান

সুপার ফোর-এর প্রথম ম্যাচে লড়াই করেও জিততে পারল না আফগানিস্তান। তাদের তিন উইকেটে হারিয়ে ছন্দে ফিরল পাকিস্তান। সৌজন্যে শোয়েব মালিকের ৪৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৬
Share:

আফগান ম্যাচের দুই নায়ক। ছবি: এপি।

সুপার ফোর-এর প্রথম ম্যাচে লড়াই করেও জিততে পারল না আফগানিস্তান। তাদের তিন উইকেটে হারিয়ে ছন্দে ফিরল পাকিস্তান। সৌজন্যে শোয়েব মালিকের ৪৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস।

Advertisement

প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ২৫৬ রান করে আফগানিস্তান। অপরাজিত ৯৭ রান করেন হাশমাতুল্লাহ শাহিদি। জবাবে ৪৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে দেন শোয়েব মালিকেরা।

শেষ চার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৯ রান। ক্রিজে ছিলেন শোয়েব মালিক ও আসিফ আলি। তখনও দুই ওভার বাকি আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খানের। প্রত্যাশা মতোই ৪৭তম ওভারে আসিফ আলিকে (৭) ফিরিয়ে দেন রশিদ।

Advertisement

৪৯তম ওভারে তিনি ফিরিয়ে দেন মহম্মদ নওয়াজ়কে। যিনি ৪৮তম ওভারে মিডিয়াম পেসার আফতাব আলমকে লং অনের মাথার উপর দিয়ে ছয় মারেন। সেই ওভারেই ম্যাচের রং অনেকটা বদলে দেন নওয়াজ়। শেষ ওভারে প্রয়োজন ছিল দশ রান। যা তৃতীয় বলের মধ্যেই তুলে দেন ম্যাচের নায়ক শোয়েব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement