Mahmudullah

ভাঙাচোরা দল নিয়ে খেলতে আসা বাংলাদেশ এখন সিরিজ জেতার গন্ধ পাচ্ছে

টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে কী দরকার?

Advertisement

সংবাদ সংস্থা

রাজকোট শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ১৯:২১
Share:

ইতিহাসের সন্ধিক্ষণে মাহমুদুল্লাহর বাংলাদেশ। ছবি— এপি।

টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। রাজকোটে জিতলেই টি টোয়েন্টি সিরিজ জিতে নেবে মাহমুদুল্লাহর দল।

Advertisement

ভাঙাচোরা দল নিয়ে ভারত সফরে এসেছে বাংলাদেশ। সিরিজের বল গড়ানোর আগে শাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। তামিম ইকবালও ব্যক্তিগত কারণে আসেননি। অথচ এই দলই প্রথম ম্যাচে সবাইকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘‘সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’ মাহমুদুল্লাহরা এখন সিরিজ জয়ের গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এরকম সুযোগ আর পাবে না বাংলাদেশ। মাহমুদুল্লাহ বলছেন, ‘‘সিরিজের প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই কালকের ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: রাজকোটে নজিরের সামনে রোহিত, ভাঙতে চলেছেন আফ্রিদির এই রেকর্ড

টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে কী দরকার? মাহমুদুল্লাহ আরও বলেন, ‘‘টি টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার।’’

কোটলায় ভারতের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে নিজেদের ঠিকমতো প্রয়োগ করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত তোলে ১৪৮ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশ তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। রাজকোটের পিচে কি বড় রান রয়েছে? মাহমুদুল্লাহ বলেন, ‘‘ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি ১৭০-এর বেশি রান হবে।’’

আরও পড়ুন: আইপিএল-এ জার্সির রং বদলাচ্ছে অশ্বিনের, পঞ্জাব ছেড়ে নতুন ঠিকানায় তারকা স্পিনার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন