ভারতে শুটিং দল পাঠাচ্ছে বাংলাদেশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে এলে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ভারতে সমস্যায় পড়তে পারেন কর্তা এবং সমর্থকেরাও। এই যুক্তিতে লিটন দাসদের ভারতে পাঠাতে রাজি হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী মুহাম্মদ ইউনূস সরকার। তবে দেশের শুটারদের ভারতে আসতে দিতে কোনও আপত্তি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড় অবস্থান নিয়েছে। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তাদের কোনও আশ্বাসেই সুর নরম করতে রাজি হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও ভারতের মাটিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এশিয়ান রাইফেল অ্যান্ড শুটিং চ্যাম্পিয়নশিপে দল পাঠাতে আপত্তি করেনি বাংলাদেশ সরকারের।
আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে হবে প্রতিযোগিতা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, ভারতে হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট শুটার, কোচদের অনাপত্তি পত্র দিয়েছে নজরুলেরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুটিং এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ইন্ডোর স্টেডিয়ামে। তাই এ ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করছেন বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের আধিকারিকেরা।
বাংলাদেশের যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বলেছেন, ‘‘বাংলাদেশ দলে এক খেলোয়াড় এবং এক জন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছেন, নিরাপত্তার সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইন্ডোরে এবং সংরক্ষিত এলাকায়। আশা করা যায়, নিরাপত্তার কোনও সমস্যা হবে না। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’’
এশিয়ান রাইফেল অ্যান্ড শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী রবিউল ইসলাম। তাঁর সঙ্গে আসবেন কোচ শারমিন আক্তার। রবিউলের ইভেন্ট ৫ ফেব্রুয়ারি। রবিউল বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছেন। তাঁর রয়েছে বিশেষ পাসপোর্ট। ভিসা ছাড়া ভারতে সাত দিন থাকতে পারবেন তিনি। তাই তাঁকে ভিসার জন্য আবেদন করতে হবে না। তবে শারমিনকে আবেদন করতে হবে। ৩১ জানুয়ারি ভারতে আসার কথা রবিউল এবং শারমিনের।