নগদের পরিবর্তে ভারতীয় ক্রিকেটারদের ক্যাশ কার্ড দেওয়ার ব্যবস্থা করছে ভারতীয় বোর্ড। কয়েক দিন আগেই বিরাট কোহালি সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছিলেন, নোট বাতিলের জেরে তাঁদের কাছে নগদ টাকা না থাকায় তাঁরা সমস্যায় পড়ছেন। সিরিজে তাঁদের যে দৈনিক ভাতা দেওয়া হয়, নগদ সমস্যায় তা দিতে পারছে না বোর্ড। ক্যাশ কার্ড দিলে সেই সমস্যা অনেকটা মিটবে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য ভারতীয় বোর্ডের মাধ্যমে এই একই ব্যবস্থা নিচ্ছে ইংল্যান্ড বোর্ডও।
এর মধ্যেই মোহালিতে বিরাট কোহালির সঙ্গে হঠাৎ দেখা প্রাক্তন হকি অধিনায়ক রাজপাল সিংহ ও ফরোয়ার্ড প্রভজ্যোৎ সিংহের। বিরাটের ভক্ত, তাই নিজের ছেলেকেও মাঠে নিয়ে এসেছিলেন প্রভজ্যোৎ। ছোট্ট ভক্তের আবদার মিটিয়ে অটোগ্রাফ দিলেন বিরাট, তুললেন সেলফিও। পঞ্জাব পুলিশের এসপি রাজপাল আবার মোহালির পিসিএ স্টেডিয়ামের সিকিউরিটি অফিসার। শুক্রবার।
ছবি-ফেসবুক