Sports News

ভারতীয় টেস্ট দল নির্বাচন মঙ্গলবার

বাংলাদেশ টেস্ট এখন অতীত। ভারতের সামনে এ বার বড় চ্যালেঞ্জ। ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে মঙ্গলবারই বেছে নেওয়া হবে ভারতীয় দল। ১৬ জনের দলে বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৩
Share:

বাংলাদেশ টেস্ট এখন অতীত। ভারতের সামনে এ বার বড় চ্যালেঞ্জ। ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে মঙ্গলবারই বেছে নেওয়া হবে ভারতীয় দল। ১৬ জনের দলে বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের বিরুদ্ধে খেলা চার পেসারের মধ্যে কোনও পরিবর্তন আনবে না। মহম্মদ শামির দলে ঢোকার সম্ভাবনা প্রবল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে খেলতে বলা হয়েছে শামিকে। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি এই ম্যাচ হবে। এই অবস্থায় যদি নির্বাচকদের মনে হয় শামি ফিট রয়েছেন তখন কুলদীপ যাদবের জায়গায় দলে আসতে পারেন তিনি।

Advertisement

বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ হবে পুণেতে ২৩ ফেব্রুয়ারি। স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতে। হার্দিক পান্ড্যর নেতৃত্বাধিন ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

আরও খবর: টানা ১৯ টেস্টে অপরাজিত, ২০টির রেকর্ডের সামনে বিরাটরা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement