Royal Challengers Bangalore

ট্রফি জিততে বেশি চাপ নিয়ে ফেলছে আরসিবি: কোহলি

ইনস্টাগ্রামে সম্প্রতি নেওয়া এক সাক্ষাৎকারে কোহালিকে আরসিবি নিয়ে প্রশ্ন করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ০৫:৪৩
Share:

মরিয়া: আইপিএলে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বিরাটের। ফাইল চিত্র

তিন বার আইপিএলের ফাইনালে উঠেছে তারা, কিন্তু এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা নিয়ে অনেক বারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে আরসিবি অধিনায়ক কোহালিকে।

Advertisement

ইনস্টাগ্রামে সম্প্রতি নেওয়া এক সাক্ষাৎকারে কোহালিকে আরসিবি নিয়ে প্রশ্ন করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন। যা নিয়ে কোহালি বলেন, ‘‘ট্রফি জেতার জন্য নিজেদের উপরে চাপ নিয়ে ফেলছি আমরা। প্রতিবারই মনে হয়, এই মরসুমেই চ্যাম্পিয়ন হব আর সেটাই সাম্প্রতিক কালে আমাদের উপরে চাপ তৈরি করে দিয়েছে।’’ কোহালির আরও উপলব্ধি, ‘‘কোনও কিছু পাওয়ার জন্য আপনি যদি অতিরিক্ত চেষ্টা করেন, তা হলে সেটা যেন আরও বেশি দূরে সরে যায়। আমাদের এখন খেলাটা বেশি করে উপভোগ করতে হবে।’’

পিটারসেনও এক সময় কোহালির সঙ্গে আরসিবি-তে খেলেছেন। যেমন খেলেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল বা এখনও খেলছেন এ বি ডিভিলিয়ার্স। অর্থাৎ, তারকা ক্রিকেটারের কখনও অভাব হয়নি আরসিবিতে। যা নিয়ে কোহালি বলেছেন, ‘‘আমি, এবি এখনও একসঙ্গে খেলছি। এই কয়েক বছর আগেও ক্রিস গেল খেলেছে আরসিবিতে। এ রকম দলের উপরে সব সময় নজরটা বেশি থাকে। আমরা এটা নিজেদের মধ্যে আগে আলোচনাও করেছি।’’ কোহালি মনে করিয়ে দিয়েছেন, তাঁর দল তিন বার ফাইনালে উঠেছে। কিন্তু পাশাপাশি এটাও বলছেন, ‘‘যত দিন না পর্যন্ত আইপিএল জিতছি, তত দিন পর্যন্ত এ সব তথ্যের কোনও মানে হয় না।’’

Advertisement

কোহালি মনে করেন, আইপিএল ট্রফিও তাঁদের প্রাপ্য। বলেছেন, ‘‘সেরা দল নিয়ে মাঠে নেমেও ট্রফি জিততে পারিনি। আইপিএল জেতাটা আমাদের সামনে একটা বড় লক্ষ্য। আইপিএল ট্রফিটা আমাদের প্রাপ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন