Cheteshwar Pujara

সিডনিতে নানা নজির, পূজারার প্রশংসায় উচ্ছ্বসিত ক্রিকেটমহল

চলতি সিরিজে এখনও পর্যন্ত ১১৩৫ বল খেলে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় মোট বল খেলার বিচারে টপকে গিয়েছেন গাওস্করকে। পূজারার ক্ষেত্রে বলের সংখ্যা অবশ্য আরও বাড়বে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৭:০৬
Share:

পূজারা কি শুক্রবার ডাবল সেঞ্চুরি করতে পারবেন? ছবি: এএফপি।

সিডনিতে দুর্দান্ত ইনিংসে চেতেশ্বর পূজারা গড়লেন নানা নজির। যা নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটমহল। সোশ্যাল মিডিয়াতেও যা নিয়ে আপ্লুত দেখাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

বৃহস্পতিবারের ইনিংস তাঁর টেস্ট কেরিয়ারের ১৮তম সেঞ্চুরি। যে ছন্দে রয়েছেন, তাতে ডাবল সেঞ্চুরির আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা আবার তাঁর পঞ্চম সেঞ্চুরি। তার মধ্যে তিনটিই এসেছে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে। অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনিতে তাঁর ব্যাটে এল সেঞ্চুরি। মাথায় রাখতে হবে, যে দুই টেস্টে তাঁর ব্যাটে তিন অঙ্কের রান এসেছে, সেখানে কিন্তু টেস্ট জিতেছে ভারত। পার্‌থে সিরিজের দ্বিতীয় টেস্টে রান পাননি পূজারা। হেরেছিল ভারতও।

অস্ট্রেলিয়ায় এসে টেস্ট সিরিজে তিন বা তার বেশি সেঞ্চুরির রেকর্ডে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন বিরাট কোহালি। ২০১৪-১৫ মরসুমে কোহালি অস্ট্রেলিয়ায় এসে টেস্ট সিরিজে চার সেঞ্চুরি করেছিলেন। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় এসে সুনীল গাওস্কর টেস্ট সিরিজে তিন সেঞ্চুরি করেছিলেন। পূজারা স্পর্শ করলেন ‘লিটল মাস্টার’কে।

Advertisement

আরও পড়ুন: কী হে, তোমার কি এখনও একঘেয়ে লাগছে না? পূজারাকে প্রশ্ন লায়নের​

আরও পড়ুন: সিরিজে পূজারার তৃতীয় সেঞ্চুরি, মায়াঙ্কের ৭৭, প্রথম দিনেই অ্যাডভান্টেজ ভারত​

চলতি সিরিজে এখনও পর্যন্ত ১১৩৫ বল খেলে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় মোট বল খেলার বিচারে টপকে গিয়েছেন গাওস্করকে। পূজারার ক্ষেত্রে বলের সংখ্যা অবশ্য আরও বাড়বে। কারণ, প্রথম ইনিংসে এখনও অপরাজিত তিনি। রয়েছে দ্বিতীয় ইনিংসও। তাৎপর্যের হল, এত বল খেলে অজি আক্রমণকে তিনি নির্বিষ করে দিয়েছেন। তাঁর ১৩০ রানের সুবাদেই চলতি সিরিজে প্রথমবার কোনও টেস্টের পয়লা দিনে কোনও দল তিনশোর বেশি রান তুলল। আর নতুন বছরে টেস্টে প্রথম সেঞ্চুরি করার কৃতিত্বও হল তাঁর।

ঘটনা হল, চার বছর আগে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন পূজারা। তাঁর পরিবর্তে সিডনি টেস্টে দলে এসেছিলেন রোহিত শর্মা। চার বছর পর সিডনি টেস্টের মহানায়ক হয়ে উঠেছেন পূজারা। ক্রিকেটমহল মেতে উঠেছে তাঁর প্রশংসায়।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement