Virat Kohli

৬৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাঁহাতি স্পিনারের রেকর্ড, ইতিহাসের সামনে কোহালিরা

বৃষ্টি আর কম আলোর জন্য সিডনি টেস্ট ড্রয়ের মুখে। ম্যাচ ড্র হলেও সিরিজ জয়ের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন কোহালিরা। সে ক্ষেত্রে স্বাধীনতার পর বিরাটই হবেন প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিততে চলেছে ভারত। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের খেলায় এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১৩:৩৫
Share:
০১ ০৯

বৃষ্টি আর কম আলোর জন্য সিডনি টেস্ট ড্রয়ের মুখে। ম্যাচ ড্র হলেও সিরিজ জয়ের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন কোহালিরা। সে ক্ষেত্রে স্বাধীনতার পর বিরাটই হবেন প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিততে চলেছে ভারত। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের খেলায় এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।

০২ ০৯

এ দিন বৃষ্টির কারণে প্রথম সেশন পুরোপুরি নষ্ট হয়। নষ্ট হয় শেষ সেশনের খেলাও। যেটুকু সময় খেলা হয়, তার মধ্যে অজিদের প্রথম ইনিংসের শেষ চার উইকেট তুলে নেন কুলদীপ-শামিরা।

Advertisement
০৩ ০৯

দিনের প্রথম উইকেট নেন মহম্মদ শামি। কামিন্সকে বোল্ড করেন তিনি। ২৫ রান করেন কামিন্স।

০৪ ০৯

কিছুক্ষণের মধ্যেই বুমরার বলে বোল্ড হন হ্যান্ডসকম্ব। ১১১ বলে ৩৭ রান করেন তিনি।

০৫ ০৯

এর পরেই শুরু হয় কুলদীপের ভেল্কি। তাঁর প্রথম শিকার নাথান লায়ন। কোনও রান করার আগেই এলবিডব্লিউ হন তিনি।

০৬ ০৯

কুলদীপের পঞ্চম শিকার হ্যাজেলউড। ২১ রান করার পর কুলদীপের বলে তিনিও এলবিডব্লিউ হন।

০৭ ০৯

সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৩০০ রান তুললেও অজিদের কৃতজ্ঞ থাকা উচিত হনুমা বিহারীর প্রতি। যে ভাবে হ্যাজেলউডের সহজ ক্যাচ হনুমা ফেললেন, তাতে ক্লাব স্তরের ক্রিকেটাররাও লজ্জা পাবেন।

০৮ ০৯

সিডনিতে ফলো অনে অস্ট্রেলিয়া আরও একটি লজ্জার রেকর্ড করল। ৩০ বছর পর দেশের মাটিতে প্রথম ফলো অনের মুখে পড়তে হল অজিদের।

০৯ ০৯

৬৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনও বাঁহাতি বোলার একটি ইনিংসে পাঁচ উইকেট পেলেন। কুলদীপের আগে ১৯৫৫ সালে ৭৯ রানে পাঁচ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের জনি ওয়ার্ডলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement