ajink rahane

মাঝেমধ্যেই নিচু হচ্ছে বল, এ বার চোখ বোলারদের দিকে

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ডিক্লেয়ার করার পর দিনের শেষে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮ রান করে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের নজরকাড়া মুহূর্তগুলি দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৬:০৭
Share:
০১ ০৮

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ডিক্লেয়ার করার পর দিনের শেষে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮ রান করে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের নজরকাড়া মুহূর্তগুলি দেখে নেওয়া যাক।

০২ ০৮

পূজারার সেঞ্চুরি: লাঞ্চ বিরতির আগেই নাথান লায়নের বলে অসাধারণ ড্রাইভ করে বাউন্ডারি হাঁকিয়ে কেরিয়ারের ১৭তম সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। এটি এই সিরিজে তাঁর দ্বিতীয় শতরান।

Advertisement
০৩ ০৮

কোহালির সেঞ্চুরি মিস: মধ্যাহ্নভোজের বিরতির পাঁচ ওভার পরে মিচেল স্টার্কের বলে থার্ড ম্যানে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট। তাঁর ৮২ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।

০৪ ০৮

রানে ফিরলেন রোহিত: অপরাজিত রইলেন ৬৩ রান করে। মরাঠীর ১১৪ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি।

০৫ ০৮

ক্যাচ মিসের প্রদর্শনী: এ দিন অস্ট্রেলীয় ফিল্ডাররা একাধিক ক্যাচ মিস ফস্কালেন। সহজ ক্যাচ ফেলায় চাপ অনেকটাই কমে যায় রোহিতদের।

০৬ ০৮

বল মাঝেমধ্যেই অত্যধিক নিচু হয়ে যাচ্ছিল আজ। অজিঙ্ক রাহানে ৭৬ বলে ৩৪ রান করে লায়নের হঠাত্ নিচু হওয়া বলে ফিরে যান। কামিন্সের একই রকম নিচু হওয়া বলে ফিরে যান পূজারাও। ৩১৯ বলে ১০৬ রান করেন তিনি।

০৭ ০৮

মাত্র এক ওভার বল করেছেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তাতেও বাঁহাতি স্পিনারকে দেখে আগের মতো ফিট বলে মনে হয়নি।

০৮ ০৮

জাডেজা চালিয়ে খেলতে গিয়ে মাত্র ৪ রান করে আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন কোহালি। অস্ট্রেলিয়া ৪৩৫ রানে পিছিয়ে রয়েছে। এত দ্রুত কোহালির ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত ঠিক কি না, তা জানা যাবে কাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement