সিডনিতে ভক্তদের সঙ্গে সেলফি কোহালির। ছবি: এএফপি।
সিডনি টেস্টে ভারতের ১৩ জনের দল ঘোষিত হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন ক্রিকেটপ্রেমীরা। কেন নেই ইশান্ত শর্মা? শুরু হল বিতর্ক। রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েও থাকছে ধোঁয়াশা। এগুলোই মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার টস করার আগে অশ্বিনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অথচ, তাঁকে বুধবার সকালে কার্যত সিডনি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বলেই জানানো হয়েছিল। কেন পাল্টে গেল টিম ম্যানেজমেন্টের মানসিকতা, চর্চা চলছে। কেউ কেউ আবার এতে অস্ট্রেলিয়াকে বোকা বানানোর চাল দেখছেন। অশ্বিনের খেলা নিয়ে অনিশ্চয়তা আসলে টিম পেনের দলকে বিপথে চালিত করার জন্য, লিখেছেন তাঁরা।
তবে ইশান্তের ১৩ জনে জায়গা না পাওয়া গিয়েই সবচেয়ে বেশি চলছে আলোচনা। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম তিন টেস্টেই খেলেছিলেন ইশান্ত। ১১ উইকেটও নিয়েছেন তিনি। ভারতের পেসার ত্রয়ী রীতিমতো সাড়াও ফেলেছেন অস্ট্রেলিয়ায়। কিন্তু, ইশান্ত কেন বাদ, তা নিয়ে বোর্ডের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। যদিও পরে জানা যায়, তাঁর পাঁজরে চোট রয়েছে। ভারতীয় দল যদিও কোনও বিতর্কে কান দিচ্ছে না। অধিনায়ক বিরাট কোহালিকে দেখা গেল ফুরফুরে মেজাজে। ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন তিনি।
আরও পড়ুন: চোটে নেই ইশান্ত, সিডনিতে ১৩ জনের দলে ‘আনফিট’ অশ্বিন
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি দিতে সিডনিতে থাকছেন না গাওস্কর!
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)