IPL

১০ বছর পরেও আইপিএল-এর টাকা পাননি এই অস্ট্রেলীয় ক্রিকেটার

অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট শেষ ম্যাচ খেলেন ২০১৪ সালে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৪:৪১
Share:

২০১১ সালে আইপিএল-এ যোগ দেয় কোচি টাস্কার্স। সেই দলে ছিলেন হজ। ছবি: বিসিসিআই

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। দশ বছর আগে আইপিএল-এ কোচি টাস্কার্স কেরলের হয়ে খেলেছিলেন ব্র্যাড হজ। তবু এখনও প্রাপ্য অর্থ পাননি বলে দাবি করলেন তিনি।

Advertisement

২০১১ সালে আইপিএল-এ যোগ দেয় কোচি টাস্কার্স। সেই দলে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হজ। এক বছর খেলার পরেই আর্থিক কারণে কোচিকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। হজ টুইট করে লেখেন, ‘কোচি টাস্কার্সের হয়ে খেলা ক্রিকেটারদের এখনও ৩৫ শতাংশ টাকা বাকি রয়েছে। দশ বছর হয়ে গিয়েছে। বিসিসিআই কি বলতে পারবে এই টাকা কোথায়’?

সে বারের আইপিএল-এ ১৪টা ম্যাচ খেলেছিলেন হজ। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট শেষ ম্যাচ খেলেন ২০১৪ সালে। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি টেস্ট, ২৫টি একদিনের ম্যাচ এবং ১৫টি টি২০ খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ২টি শতরান রয়েছে হজের। আইপিএল-এ কোচি ছাড়াও কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন