cricket

বিরাট না সচিন, কে এগিয়ে? কী বলছে রেকর্ড?

সচিন আর বিরাটের সেঞ্চুরি

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৪:৪০
Share:
০১ ০৮

ওয়ান ডে ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহালি। ঢুকে পড়লেন সেই এলিট ক্লাবে যেখানে সচিন, পন্টিংদের মতো গ্রেটরা রয়েছেন। সচিনের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেই এই রেকর্ড করলেন বিরাট। আর সেখানেই শুরু হয়েছে তুলনা। কে এগিয়ে? বিরাট না সচিন? বিশেষজ্ঞরা অবশ্য এই ধরনের তুলনায় যেতে একেবারেই নারাজ। দেখে নেওয়া যাক দুই গ্রেটের কিছু রেকর্ড।

০২ ০৮

দশ হাজার রান পূর্ণ করতে বিরাট নিলেন ২০৫ ইনিংস, আর সচিনের লেগেছিল ২৫৯টি ইনিংস।

Advertisement
০৩ ০৮

দশ হাজার রান পূর্ণ করার সময় বিরাটের গড় ছিল ৫৯.৬২ আর সচিনের ৪২.৬৩।

০৪ ০৮

দশ হাজার রান করার সময় বিরাটের ভান্ডারে ছিল ৩৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি। সচিন দশ হাজার ছুঁয়েছিলেন ২৮টি শতক ও ৫০টি অর্ধশতকের হাত ধরে।

০৫ ০৮

দশ হাজার রানের ক্লাবে পৌঁছনোর সময় ভারতের মোট দলগত রানের ২০.২ শতাংশ অবদান ছিল বিরাটের। আর সচিনের ক্ষেত্রে তা ছিল ১৯.৩ শতাংশ।

০৬ ০৮

দশ হাজারে পৌঁছনোর সময় সচিন ৩৮ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, বিরাট পেয়েছেন ৩০টি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। তবে বিরাট ৮ বার কম ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৫৪টি ম্যাচ কম খেলে।

০৭ ০৮

ঘরের মাঠে ১৬০টি একদিনের ম্যাচ খেলার পর সচিনের গড় ছিল ৪৮.১১। আর বিরাটের ক্ষেত্রে ৭৭টি একদিনের ম্যচের পর বিরাটের গড় ৫৯.২৫।

০৮ ০৮

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় সচিন ১৩২টি একদিনের ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি করেছেন, বিরাট সেখানে এই দেশগুলিতেই ৬৭টি একদিনের ম্যাচে করেছেন ৯টি সেঞ্চুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement