IPL Auction

নিলাম হবেই কলকাতায়, অশান্তি সত্ত্বেও নিশ্চিন্ত ফ্র্যাঞ্চাইজিরা

বৃহস্পতিবার শহরেই বসছে আইপিএল নিলামের আসর। ফলে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে রাজ্য জুড়ে অশান্ত পরিস্থিতি নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা তেমন উদ্বিগ্ন নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:৩০
Share:

বৃহস্পতিবার শহরে বসছে আইপিএল নিলামের আসর। ছবি ফেসবুক থেকে নেওয়া।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধের ঘটনা ঘটছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল মিছিল করে কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কাউন্ট ডাউন চলছে আইপিএলের নিলামের

Advertisement

বৃহস্পতিবার শহরেই বসছে নিলামের আসর। ফলে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে রাজ্য জুড়ে অশান্ত পরিস্থিতি নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা তেমন উদ্বিগ্ন নয়।

সংবাদ সংস্থাকে এক ফ্র্যাঞ্চাইজির সিনিয়র অফিসিয়াল তা সোজাসুজি বলেই দিয়েছেন। তাঁর কথায়, “আমরা একেবারেই চিন্তিত নই। তবে পরিস্থিতির গতিপ্রকৃতির দিকে অবশ্যই নজর রয়েছে। বৃহস্পতিবার নিলাম রয়েছে। আর এই মুহূর্তে মিছিল হয়েছে কলকাতায়। তাই চোখ তো রাখতেই হবে পরিস্থিতির উপরে।”

Advertisement

অন্য এক ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল সংবাদ সংস্থাকে বলেছেন, “দেখুন, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি মালিকই ১৮ ডিসেম্বর পৌঁছে যাবেন কলকাতায়। তাঁরা শহর ছাড়বেন ১৯ তারিখ নিলামের পরে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা ছাড়া দলের বাকিদের কিন্তু কলকাতা ছাড়তে ছাড়তে ২০ তারিখ হয়ে যাবে। আর তাই পরিস্থিতির দিকে সবসময় নজর রাখতেই হবে।”

নিলামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফে সরকারি ভাবে কোনও আবেদন করা হয়নি। আর এক ফ্র্যাঞ্চাইজির সিনিয়র সদস্য বলেছেন, “সত্যি বলতে, আমরা প্রতিবাদ ও যাবতীয় ঘটনার দিকে চোখ রাখছি। তবে আমরা আত্মবিশ্বাসী যে নিলামের সময় যাতে কোনও সমস্যা না হয় তা বোর্ডই নিশ্চিত করবে। এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও কিছুতে বদলের কথা জানানো হয়নি। তাই আমাদের কোনও কোনও সদস্য মঙ্গলবারই কলকাতা পৌঁছে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন