Avishek Dalmiya

করোনা-যুদ্ধে ২৫ লক্ষ দিচ্ছে সিএবি

এর আগে বাংলার রঞ্জি দলের ক্রিকেটাররা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সিদ্ধান্ত মেনে চলার আবেদন রেখেছিলেন। ভারতীয় ক্রিকেটাররাও ঘরে থাকার আবেদন রেখেছেন দেশবাসীর উদ্দেশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৭:২১
Share:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ দেওয়ার কথা জানালেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ছবি: রয়টার্স।

করোনার বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে এল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। রাজ্য প্রশাসনকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা।

Advertisement

সিএবি-র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এক বিবৃতিতে বলেছেন, “মানব সভ্যতার সম্ভবত সবচেয়ে অন্ধকার পর্যায়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। যখন নোভেল করোনাভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে প্রাণ হারাচ্ছে মানুষ। ক্রিকেট এখন একতার প্রতীক। ক্রিকেট এখন মানবতারও প্রতীক। তাই, সিএবির পক্ষ থেকে আমরা জরুরি রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: করোনা-যুদ্ধে এগিয়ে এলেন তামিম-সহ ২৭ বাংলাদেশি ক্রিকেটার​

Advertisement

আরও পড়ুন: সরকার চাইলে ইডেনে কোয়রান্টিন কেন্দ্র, প্রস্তাব দিলেন সৌরভ​

সিএবি-র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, “রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তৎপরতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশ জুড়ে লকডাউন কার্যকর করতে পেরেছি। কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে। তার জন্যই আমরা এই সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছি।”

এর আগে বাংলার রঞ্জি দলের ক্রিকেটাররা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সিদ্ধান্ত মেনে চলার আবেদন রেখেছিলেন। ভারতীয় ক্রিকেটাররাও ঘরে থাকার আবেদন রেখেছেন দেশবাসীর উদ্দেশে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কোয়রান্টিন কেন্দ্র হিসেবে ইডেনকে ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন