ক্যাচ ধরার পর সেই সমর্থক। ছবি: সমাজমাধ্যম।
অস্ট্রেলিয়ার ডারউইনে ১৭ বছর পর ফিরেছিল ক্রিকেট। বাকি সকল দর্শকের মতো খেলা দেখতে এসেছিলেন হ্যারি গিলও। তবে রাতারাতি যে শিরোনাম কেড়ে নেবেন এটা ভাবতেও পারেননি। সৌজন্যে এক হাতে ধরা একটা ক্যাচ, যা ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে।
বাউন্ডারির ধারে বিজ্ঞাপনী বোর্ডের কাছে বসে খেলা দেখছিলেন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইনিংসের ১২তম ওভার চলছে। হঠাৎই টিম ডেভিডের একটা শট উড়ে আসে। গিলের ডান হাতে ছিল দুটো ভদকার ক্যান। সেই অবস্থাতেই বাঁ হাতে ক্যাচ ধরে ফেলেন তিনি। বাউন্ডারির ধারে থাকা দক্ষিণ আফ্রিকার ফিল্ডারও অবাক হয়ে যান।
গোটা স্টেডিয়ামে তখন উল্লাস। তবে ডেভিডের ছয়ের কারণে নয়, গিলের ক্যাচের জন্য। ক্যাচ ধরে বল নিয়ে বাকি দর্শকদের দিকে তাকিয়ে উচ্ছ্বাস করতে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’ সংবাদপত্রে গিল বলেছেন, “হাতের লেমোনেডগুলো খুবই ভাল ছিল। সকালেও মাথা ঝিমঝিম করছিল।”
তিনি আরও বলেছেন, “হঠাৎ করেই ক্যাচটা হাতে চলে আসে। সকালেও হাত ব্যথা করছে। আমি খুব খুশি। ওই ঘটনার পর থেকে আমার ফোন বেজেই চলেছে।”
গিলের ক্যাচের সঙ্গে তুলনা হচ্ছে ৩৮ বছর আগের একটা ক্যাচের। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে এ রকমই একটা ক্যাচ ধরেছিলেন চ্যানেল নাইনের ক্যামেরাম্যান টনি ফক্স। সাইমন ও’ডোনেলকে ছয় মেরেছিলেন ইয়ান বথাম। ফক্সও সেই ক্যাচ এক হাতে ধরেছিলেন, মুখে ছিল সিগারেট। গিল জানিয়েছেন, তাঁর বাবা ওই ঘটনার ভিডিয়ো ক্লিপ পাঠিয়েছেন।
গিলের কথায়, “ও অনেক ঠান্ডা মাথায় ক্যাচটা ধরেছিল। আমার মুখেও ও রকম একটা সিগারেট থাকলে ভাল হত। আমার সামনে থাকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারও বলল, আমি ভাল ক্যাচ নিয়েছি।”