AB de Villiers best IPL XI

আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন ডিভিলিয়ার্স, সুযোগ পেলেন কোহলি, আছেন কি রোহিত, ধোনি?

দীর্ঘ দিন আইপিএলে খেলেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তাঁর নাম অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছে। সেই এবি ডিভিলিয়ার্স নিজের সেরা আইপিএল একাদশ বেছে নিয়েছেন। কারা জায়গা পেয়েছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২২:৫৩
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

দীর্ঘ দিন আইপিএলে খেলেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তাঁর নাম অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছে। সেই এবি ডিভিলিয়ার্স নিজের সেরা আইপিএল একাদশ বেছে নিয়েছেন। প্রত্যাশিত ভাবেই সেই দলে রয়েছেন বিরাট কোহলি। তবে নেই ক্রিস গেলের নাম, যাঁর সঙ্গে বেঙ্গালুরুতে ডিভিলিয়ার্স অনেক দিন খেলেছেন।

Advertisement

দিল্লি এবং বেঙ্গালুরুর হয়ে মোট ১৮৪টি ম্যাচ খেলেছেন ডিভিলিয়ার্স। ৫১৬২ রান করেছেন। ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত খেলে তিনি তিনটি শতরান এবং ৪০টি অর্ধশতরান করেছেন।

সম্প্রতি একটা ইউটিউব অনুষ্ঠানে নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন সেই একাদশে। চেন্নাই থেকে রয়েছেন দু’জন। তবে ক্রিস গেল বা রশিদ খানের মতো সফল ক্রিকেটারকে বাদ দিয়েছেন গেল। আরসিবি-র হয়ে ৮৫টি ম্যাচ খেলেছেন গেল। ৩১৬৩ রান করেছেন। রশিদ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন।

Advertisement

শুধু গেল নয়, ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ক্রিকেটারকেই সেরা একাদশে রাখেননি ডিভিলিয়ার্স। অর্থাৎ কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারেরা সুযোগ পাননি।

ডিভিলিয়ার্সের দলে ওপেন করবেন রোহিত শর্মা। সঙ্গে ম্যাথু হেডেন। তিনে নামবেন বিরাট কোহলি। চারে সূর্যকুমার যাদব। ডিভিলিয়ার্স নিজে নামবেন পাঁচে। এর পর থাকবেন হার্দিক পাণ্ড্য ও মহেন্দ্র সিংহ ধোনি। দুই পেসার হিসাবে ডিভিলিয়ার্স দলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গাকে। দুই স্পিনার হলেন যুজবেন্দ্র চহল এবং ড্যানিয়েল ভেট্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement