অর্ধশতরানের পর আকাশদীপ। ছবি: পিটিআই।
ওভাল টেস্টের তৃতীয় দিনে যাবতীয় নজর কেড়ে নিয়েছিলেন আকাশদীপ। আগের দিন নৈশপ্রহরী হিসাবে নেমেও অর্ধশতরান করেছিলেন। ইংরেজ বোলারদের হতাশ করে দেন তিনি। আকাশদীপ জানিয়েছেন, নিজেই নিজেকে তাতিয়েছিলেন তিনি। কোনও ভাবেই নিজে থেকে উইকেট না হারানোর পণ করে নেমেছিলেন।
দ্বিতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে ইংরেজ বোলারদের সামনে দৃঢ় হয়ে ব্যাট করেছিলেন আকাশ। তৃতীয় দিনে ভাল ব্যাট করেন। সেই সম্পর্কে ভারতের ক্রিকেটার চেতেশ্বর পুজারাকে সাক্ষাৎকারে বলেন, “আমি আগে থেকে কোনও কিছু পরিকল্পনা করে নামিনি। তবে নৈশপ্রহরী হিসাবে ব্যাট করতে নামার পর সে দিন যখন সাজঘরে ফিরেছিলাম তখন থেকেই তৃতীয় দিনের কথা মাথায় ঘুরতে শুরু করেছিল। আমি জানতাম তৃতীয় দিনটা খুব গুরুত্বপূর্ণ। শুধু ম্যাচ নয়, সিরিজ়ের প্রেক্ষিতেও।”
কোনও ভাবেই নিজের উইকেট হারাতে চাননি আকাশ। বলেছেন, “আমি দলকে একটা ভাল জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলাম। ব্যাটিং বা বোলিং, যা-ই করি না কেন সব সময় দলের জন্য ভাল কিছু করার চেষ্টা করি। মাথায় একটাই জিনিস চলছিল, কোনও ভাবেই আউট হওয়া যাবে না। দুর্দান্ত কোনও বলে আউট হতে পারি। কিন্তু নিজে থেকে উইকেট ছুড়ে দেব না।”