Mohammed Siraj misses catch

ক্যাচ ধরেও বাউন্ডারির বাইরে, হতাশায় মুখ ঢেকে ফেললেন সিরাজ, ক্ষমা চেয়ে নিলেন প্রসিদ্ধের কাছে

রবিবার ওভাল টেস্টের চতুর্থ দিন হ্যারি ব্রুকের ক্যাচ নিয়েও দড়ির ও পারে চলে যান মহম্মদ সিরাজ। হতাশায় তখনই মুখ ঢেকে ফেলেন ভারতের বোলার। পরে ক্ষমাও চেয়ে নেন বোলার প্রসিদ্ধ কৃষ্ণের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৮:২৩
Share:

মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।

রবিবার ওভাল টেস্টের চতুর্থ দিন হ্যারি ব্রুককে ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে ভারত। বাউন্ডারির ধারে তাঁর ক্যাচ নিয়েও দড়ির ও পারে চলে যান মহম্মদ সিরাজ। হতাশায় তখনই মুখ ঢেকে ফেলেন ভারতের বোলার। পরে ক্ষমাও চেয়ে নেন বোলার প্রসিদ্ধ কৃষ্ণের কাছে।

Advertisement

৩৫তম ওভারের প্রথম বলে ঘটনাটি ঘটে। তখন ব্রুক ১৯ রানে ব্যাট করছিলেন। প্রসিদ্ধের বল পুল করেছিলেন ব্রুক। মিড অনে থাকা সিরাজ সেই বল তালুবন্দি করে নেন। কিন্তু টাল সামলাতে পারেননি। তখনই সিরাজের পা বাউন্ডারির দড়িতে লাগে। সিরাজও বল সমেত বাউন্ডারির ও পারে চলে যান। অর্থাৎ যেটা আউট হওয়ার কথা ছিল, সেটা ছয় হয়ে যায়।

সিরাজ ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ দু’হাত মেলে উচ্ছ্বাস করতে যাচ্ছিলেন। কিন্তু ছয় হয়ে যেতেই এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। একই কাজ করেন সিরাজও। বিশ্বাসই করতে পারছিলেন না ছয় হয়ে গিয়েছে। মুখ ঢেকে রাখার সময় সিরাজের সামনে থাকা ইংরেজ দর্শকেরাও কটাক্ষ করতে থাকেন।

Advertisement

সিরাজের পাশেই ছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনিও মাথায় হাত দেন। দূরে থাকা আকাশদীপও উচ্ছ্বাস করতে করতে থেমে যান সিরাজের সুযোগ নষ্ট দেখে। পরে সিরাজ এগিয়ে এসে প্রসিদ্ধের কাছে ক্ষমা চেয়ে নেন। প্রসিদ্ধও হাসিমুখে সিরাজকে জড়িয়ে ধরেন।

ওভাল টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ইংল্যান্ড টেস্ট জিতলে সিরিজ়ও জিতে নেবে। ভারত জিতলে সিরিজ়ে সমতা ফেরানোর সুযোগ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement