India vs England 2025

টেস্টের ১৪১ বছরের ইতিহাসে প্রথম বার নজির ভারত-ইংল্যান্ড সিরিজ়‌ে, কী রেকর্ড হল?

সাদা বলের ক্রিকেটের মতো লাল বলের ক্রিকেটও এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে। প্রচুর রান করছেন ব্যাটারেরা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়েও সেটাই দেখা গেল। কী নজির হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৯:৫৪
Share:

ওভালে টেস্ট ক্রিকেটে নজির। ছবি: পিটিআই।

সাদা বলের ক্রিকেটের মতো লাল বলের ক্রিকেটও এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে। প্রচুর রান করছেন ব্যাটারেরা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়েও সেটাই দেখা গেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার একটা সিরিজ়‌ে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করলেন।

Advertisement

তালিকায় ভারতের পাঁচ জন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। ইংরেজদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ১৮৮৪ সালে প্রথম বার টেস্ট সিরিজ় হয়েছিল। সেই হিসাবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়‌ বনাম অস্ট্রেলিয়ার সিরিজ়‌ে আট জনের রান ছিল ৪০০-র উপর। ১৯৯৩ অ্যাশেজ়‌েও আট জন ৪০০-র উপর রান করেছিলেন।

Advertisement

এই সিরিজ়ে রানের তালিকায় সবার আগে শুভমন। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন। চারটি শতরান রয়েছে তাঁর। দ্বিতীয় রাহুলের ৫৩২ রান রয়েছে। দুটো করে শতরান এবং অর্ধশতরান করেছেন। তিনে থাকা জাডেজা ৫১৬ রান করেছেন। চারে থাকা রুট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮৩ রান করেছেন। পাঁচে ঋষভ পন্থ। তিনি ৪৭৯ করেছেন।

এর পরে রয়েছেন যথাক্রমে ডাকেট (৪৬২), ব্রুক (৪৫১, এই প্রতিবেদন লেখা পর্যন্ত), স্মিথ (৪৩২, এই প্রতিবেদন লেখা পর্যন্ত) এবং যশস্বী (৪১১)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement