Abhishek Sharma

২৫ লাখি গাড়ি জিতেও ভারতে তা চালাতে পারবেন না অভিষেক, কেন সমস্যায় এশিয়া কাপের সেরা ক্রিকেটার?

ভারতের এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অভিষেক শর্মা। সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। পুরস্কার হিসাবে ২৫ লক্ষ টাকা দামের একটি এসইউভি গাড়ি পেয়েছেন। তবে ভারতে সেই গাড়ি আনতে বা চালাতে পারবেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ২০:৪২
Share:

গাড়ির প্রতীকী চাবি নিয়ে অভিষেক। ছবি: পিটিআই।

ভারতের এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অভিষেক শর্মা। এশিয়া কাপের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। পুরস্কার হিসাবে ২৫ লক্ষ টাকা দামের একটি এসইউভি গাড়ি পেয়েছেন তিনি। তবে ভারতে সেই গাড়ি আনতে বা চালাতে পারবেন না তিনি। সরকারের একটি নিয়মে ফাঁসে আটকে যাচ্ছেন তিনি।

Advertisement

ম্যাচের পর অভিষেকের হাতে সেই গাড়ির চাবি তুলে দেওয়া হয়। গাড়ির সঙ্গে নিজস্বী তোলেন তিনি। পরে শুভমন গিলকে নিয়ে গাড়ির ভেতরে বসে পড়েন। সেখানেও একপ্রস্থ নিজস্বী তোলা চলে। মনে করা হয়েছিল, গাড়ি নিয়ে ভারতে ফেরা সময়ের অপেক্ষা। তা আপাতত হচ্ছে না।

অভিষেককে যে গাড়িটি দেওয়া হয়েছে, সেটির স্টিয়ারিং বাঁ দিকে। ভারতের নিয়ম অনুযায়ী তা অবৈধ। ভারতীয় গাড়িতে ডান দিকে স্টিয়ারিং থাকতে হবে। না হলে ভারতের রাস্তায় সেই গাড়ি আইনি ভাবে চালানো যাবে না। বাঁ দিকে স্টিয়ারিং থাকা গাড়ি ভারতে আনাও যাবে না। প্রসঙ্গত, আমিরশাহি-সহ আরবের বহু দেশে গাড়িতে বাঁ দিকে স্টিয়ারিং থাকে। ইউরোপেও অনেক দেশে এই নিয়ম।

Advertisement

তবে অভিষেকের জন্য সুখবরও রয়েছে। যে সংস্থার গাড়ি তাঁকে পুরস্কার দেওয়া হয়েছিল, তারা নভেম্বরে ভারতে তাদের গাড়ি আনতে চলেছে। সেখানে ডান দিকে স্টিয়ারিং থাকার কথা। তখন তারা চাইলে অভিষেককে গাড়ি দিতে পারে। তবে সংস্থাটি এখনও সে ব্যাপারে কিছু জানায়নি।

এশিয়া কাপে সাত ইনিংসে ৩১৪ রান করেছেন অভিষেক। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। ২০০ স্ট্রাইক রেটে রান গড়েছেন। গোটা প্রতিযোগিতায় ৩২টি চার এবং ১৯টি ছয় মেরেছেন। তবে ফাইনালে সাফল্য পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement