Run-Out Controversy in India Vs Pakistan Match

ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক! রান আউট হয়েও মাঠ ছাড়তে চাইলেন না পাক ব্যাটার, সাজঘর থেকে তর্ক অধিনায়ক ফাতিমার

প্রথমে আউট দেননি মাঠের আম্পায়ার। কিন্তু তৃতীয় আম্পায়ার রান আউটের সিদ্ধান্ত জানান। তার পরেও মাঠ ছাড়তে চাননি পাকিস্তানের ব্যাটার মুনিবা আলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ২০:২৩
Share:

পাকিস্তানের ব্যাটার মুনিবা আলির বিতর্কিত রান আউটের সেই মুহূর্ত। ছবি: এক্স।

ভারত-পাকিস্তান ম্যাচে আরও এক বিতর্ক হল। পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভারে রান আউট হন পাকিস্তানের মুনিবা আলি। কিন্তু তিনি মাঠ ছাড়তে চাননি। সাজঘর থেকে বাইরে বেরিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। যদিও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় মুনিবাকে।

Advertisement

চতুর্থ ওভারে বল করছিলেন ক্রান্তি গৌড়। তাঁর বল মুনিবার প্যাডে লাগে। এলবিডব্লিউয়ের আবেদন করেন ভারতীয় ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নেয়নি। রিভিউ নিলে অবশ্য আউট হতেন পাক ব্যাটার। কিন্তু সেখানেই ঘটনা থেমে থাকেনি। পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন দীপ্তি শর্মা। তিনি বল ধরে উইকেটে ছোড়েন। বল উইকেটে লাগে। কিন্তু মাঠের আম্পায়ার জানিয়ে দেন, মুনিবা ক্রিজ়ে ছিলেন।

মাঠের আম্পায়ারকে থামিয়ে দেন তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাস্তে। তিনি রিপ্লে দেখেন। তাতে দেখা যায়, মুনিবার ব্যাট ক্রিজ়ের ভিতরে থাকলেও ঠিক যে মুহূর্তে দীপ্তির থ্রো উইকেটে লেগেছে, ঠিক সেই মুহূর্তেই মুনিবার ব্যাট হাওয়ায় উঠেছে। অর্থাৎ, রান আউট হয়েছেন তিনি। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।

Advertisement

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠে দাঁড়িয়েছিলেন মুনিবা। তাঁর দাবি, বল ডেড হয়ে গিয়েছে। তার পর কী ভাবে আউট হবেন তিনি? সাজঘর থেকে বেরিয়ে এসে ডাগ আউটের কাছে দাঁড়িয়ে তৃতীয় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ফাতিমা। পাকিস্তানের অধিনায়কও বোঝানোর চেষ্টা করছিলেন যে, বল ডেড হয়ে গিয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। ফিরতে হয় মুনিবাকে।

অনেকটা একই ঘটনা এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচে ঘটেছিল। দু’রান নেওয়ার পর ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসেছিলেন পাকিস্তানের মহম্মদ নওয়াজ়। মিড অন থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই সময় ক্রিজ়ের বাইরে ছিলেন নওয়াজ়। রান আউট হয়ে ফেরেন তিনি। সেই আউটের পর অবশ্য পাকিস্তানের ক্রিকেটারেরা কোনও প্রতিবাদ করেননি। তবে মহিলা ক্রিকেটারেরা করলেন। তাতেই বিতর্ক হল ভারত-পাক ম্যাচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement