Asia Cup 2025

১০ দিন আগে হঠাৎ বদল এশিয়া কাপের সময়সূচিতে, কখন শুরু হবে খেলা?

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৬:৪৭
Share:

এশিয়া কাপ ট্রফি। —ফাইল চিত্র।

বদলে গেল এশিয়া কাপের খেলা শুরুর সময়। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নতুন সময়সূচির কথা জানিয়েছে। প্রথমে জানানো হয়েছিল, একটি বাদে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ মিনিট থেকে। কিন্তু প্রায় ম্যাচ শুরুর সময়ই বদলে দেওয়া হয়েছে।

Advertisement

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। তার ১০ দিন আগে হঠাৎ বদলে গেল সময়সূচি। ৩০ মিনিট করে পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর সময়। তবে কোনও ম্যাচের দিন পরিবর্তন হয়নি। সংযুক্ত আরব আমিরশাহির সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ মিনিট থেকে অর্থাৎ ভারতে রাত ৮টা থেকে শুরু হবে খেলা। একটি ছাড়া প্রতিযোগিতার সব ম্যাচ এই সময়ে শুরু হবে। ব্যতিক্রম শুধু ১৫ সেপ্টেম্বরের আমিরশাহি বনাম ওমান ম্যাচ। এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় বিকাল ৫.৩০) থেকে। এই ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। খেলা শুরুর সময় কেন পিছিয়ে দেওয়া হল, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি এসিসি কর্তারা।

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। প্রতিযোগিতার ফাইনাল ২৮ সেপ্টেম্বর। এ বারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement