রবিবারের ম্যাচে বিরাট কোহলি। ছবি: সমাজমাধ্যম।
রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির প্রত্যাবর্তন সুখের হয়নি। ৮ বলে ০ রান করে আউট হয়েছেন তিনি। তবে এখনই কোহলির উপর আশা হারাতে বারণ করছেন অর্শদীপ সিংহ। তাঁর মতে, কোহলি এই সিরিজ়ে প্রচুর রান করবেন। শুভমন গিলের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন বাঁ হাতি বোলার।
এ দিন ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অর্শদীপ বলেন, “ভারতের হয়ে (এক দিনের ক্রিকেটে) ৩০০-রও বেশি ম্যাচ খেলেছে। তাই ফর্ম ওর কাছে নেহাতই একটা শব্দ। ও জানে কী ভাবে এগিয়ে যেতে হয়। কোহলির সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পারা আমার কাছে আশীর্বাদের মতোই। আশা করি এই সিরিজ়ে ও প্রচুর রান করবে।”
কোহলি মাত্র একটি ফরম্যাটেই এখন খেলেন। এটা কতটা চাপের? অর্শদীপের উত্তর, “যে ফরম্যাটের কথা আপনারা বলছেন সেই ফরম্যাটেই এত দিন কোহলি দাপট দেখিয়ে এসেছে। তাই কোহলি জানে কী ভাবে এই ফরম্যাটে সফল হতে হয়। জানি না এখন ওর মন কী বলছে। সেটা জানার চেষ্টা করব। হয়তো পরের সাংবাদিক বৈঠকে এর উত্তর পেয়ে যাবেন।”
রবিবারই এক দিনের ক্রিকেটে প্রথম বার নেতৃত্ব দিতে নেমেছিলেন শুভমন গিল। তাঁর প্রশংসা করে অর্শদীপ জানিয়েছেন, কোহলি এবং রোহিত শর্মার মতোই শুভমনও বোলারদের অধিনায়ক হয়ে উঠবেন বলে তিনি আশা করেন। অর্শদীপের কথায়, “খুব কম এক দিনের ম্যাচ খেলেছি। তাই টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শুভমনের অধিনায়কত্বের পার্থক্য এখনই ধরতে পারব না। তবে আগের দু’জন বোলারদের অধিনায়ক ছিল। আমাদের স্বাধীনতা দিত। আজ শুভমনও আমাদের পরিকল্পনা সমর্থন করেছে। স্বাধীন ভাবে বল করতে উৎসাহ দিয়েছে।”
শেষে অর্শদীপ জানিয়েছেন, বৃষ্টিতে বার বার খেলা থামার কারণে তাঁদের মনোযোগের অভাব হয়েছে। তাই বেশি রান তুলতে পারেননি স্কোরবোর্ডে। পঞ্জাবের পেসার বলেন, “এই উইকেটে টিকে থাকলে রান আসতই। কেএল এবং অক্ষর রান করেছে। কিন্তু এত বার খেলা থেমেছে যে মনোযোগ ধরে রাখাই কঠিন ছিল। অস্ট্রেলিয়ার বোলারদেরও কৃতিত্ব প্রাপ্য।”