Tim David's Fastest Century

অল্পের জন্য রক্ষা পেল রোহিতের বিশ্বরেকর্ড! ১১ ছক্কায় ৩৭ বলে শতরান অস্ট্রেলিয়ার ডেভিডের

নজির গড়লেন টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে শতরান করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১০:২৩
Share:

শতরানের পথে টিম ডেভিড। ছবি: সমাজমাধ্যম।

দু’মাস পর মাঠে নেমে নজির গড়লেন টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে শতরান করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান করেছেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ম্যাচ ও সিরিজ় জিতেছে অস্ট্রেলিয়া।

Advertisement

২১৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র শেষ ওভারে ব্যাট করতে নামেন ডেভিড। তত ক্ষণে তিন ব্যাটার আউট হয়েছেন। চার মেরে ইনিংস শুরু করেন ডেভিড। তার পরে আর তাঁকে থামানো যায়নি। ওয়েস্ট ইন্ডিজ়ের তিন স্পিনার গুড়াকেশ মোতি, আকিল হোসেন ও রস্টন চেসের তিন ওভারে তিনটে করে মোট ন’টা ছক্কা মারেন ডেভিড।

মাত্র ১৬ বলে ৫০ করেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টোইনিস ও ট্রেভিস হেড ১৭ বলে ৫০ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দেন তিনি। চতুর্থ উইকেটে মিচেল ওয়েনের সঙ্গে ১২৮ রানের জুটি বাঁধেন ডেভিড। সেই জুটিই দলকে জয়ের কাছে নিয়ে যায়। চার মেরে নিজের শতরান ও সেই সঙ্গে দলের জয় পূর্ণ করেন ডেভিড। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪৩ বলে শতরান করেছিলেন জশ ইংলিস। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড।

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৫ বলে তিন অঙ্কে পৌঁছেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও ৩৫ বলে শতরান করেছেন। ৩৭ বলে শতরান রয়েছে ভারতের অভিষেক শর্মারও। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ইনিংস খেলেছিলেন ভারতের বাঁহাতি ওপেনার।

মাত্র ১৬.১ ওভারে ২১৫ রান তাড়া করে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। পাঁচ ম্যাচের সিরিজ়ে ৩-০ এগিয়ে তারা। অর্থাৎ, টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ়ও জিতেছে অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ২৩ মে-র পর থেকে আর খেলেননি ডেভিড। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষ দিকে খেলতে পারেননি তিনি। তবু আইপিএল জিতেছে তাঁর দল। এ বার মাঠে নেমে নজির গড়লেন ডেভিড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement